জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ ও প্রতিষ্ঠান মোট কতবার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন? [আগস্ট, ২০২৫]
A
১০ বার
B
১১ বার
C
১২ বার
D
১৩ বার
উত্তরের বিবরণ
নোবেল শান্তি পুরস্কার এবং জাতিসংঘ
জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যক্তি বা সংস্থা মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
জাতিসংঘের মহাসচিব যারা নোবেল পেয়েছেন:
-
দ্যাগ হেমারশোল্ড – ১৯৬১
-
কফি আনান – ২০০১
গুরুত্বপূর্ণ নোবেল শান্তি পুরস্কার (জাতিসংঘ সংক্রান্ত):
বছর | বিজয়ী | মন্তব্য |
---|---|---|
২০২০ | বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) | খাদ্য সুরক্ষা ও দুর্ভিক্ষ নিবারণে অবদান |
২০১৩ | অর্থনৈতিক ও রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) | রাসায়নিক অস্ত্র ধ্বংস ও মনিটরিং |
২০০৭ | আইপিসিসি (IPCC) ও আল গোর জুনিয়র | জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অবদান |
২০০৫ | আইএইএ (IAEA) ও মোহামেদ এলবারাদি | পারমাণবিক নিরস্ত্রীকরণ ও শান্তি প্রচেষ্টা |
২০০১ | জাতিসংঘ ও কফি আনান | শান্তি ও মানবাধিকার সংরক্ষণে অবদান |
১৯৮৮ | জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী | শান্তি প্রতিষ্ঠা ও বিরোধ শমন |
১৯৮১ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সংরক্ষণ ও মানবিক সহায়তা |
১৯৬৯ | আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) | শ্রম অধিকার ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় অবদান |
১৯৬৫ | ইউনিসেফ (UNICEF) | শিশুদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা উন্নয়ন |
১৯৬১ | দ্যাগ হেমারশোল্ড | শান্তি প্রতিষ্ঠায় নেতৃত্ব |
১৯৫৪ | ইউএনএইচসিআর (UNHCR) | শরণার্থী সাহায্য ও পুনর্বাসন |
১৯৫০ | রালফ বাঞ্চ (Ralph Bunche) | মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতা |

0
Updated: 13 hours ago
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ‘ANNIHILATE THESE DEMONS’ শিরোনামের পোস্টারটি কে এঁকেছিলেন?
Created: 1 week ago
A
কামরুল হাসান
B
জয়নুল আবেদিন
C
এস এম সুলতান
D
রফিকুন নবী
কামরুল হাসান
-
পরিচিতি:
-
তিনি একজন খ্যাতনামা চিত্রশিল্পী।
-
‘পটুয়া কামরুল হাসান’ নামে পরিচিত ছিলেন।
-
প্রকৃত নাম ছিল আবু শরাফ মোহাম্মদ কামরুল হাসান।
-
-
জন্ম: ২ ডিসেম্বর ১৯২১, কলকাতায় (পিতার কর্মস্থল)।
-
অবদান:
-
বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা প্রণয়নে যুক্ত ছিলেন।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি মনোগ্রাম তৈরি করেন।
-
তাঁর ‘তিন কন্যা’ ও ‘নাইওর’ চিত্রকর্ম অবলম্বনে যুগোস্লাভ সরকার (১৯৮৫) এবং বাংলাদেশ সরকার (১৯৮৬) ডাকটিকেট প্রকাশ করে।
-
মুক্তিযুদ্ধ ও বিখ্যাত পোস্টার
-
প্রসিদ্ধ পোস্টার: ১৯৭১ সালে তিনি আঁকেন "ANNIHILATE THESE DEMONS (এই জানোয়ারদের হত্যা করতে হবে)" শিরোনামের ঐতিহাসিক পোস্টার।
-
প্রেক্ষাপট:
-
২৫ মার্চ থেকে পাকিস্তানি বাহিনী বাংলাদেশের সর্বত্র গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও নারীর উপর নৃশংস নির্যাতন চালায়।
-
এর মূল নির্দেশদাতা ছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান।
-
-
প্রতীকী প্রকাশ:
-
কামরুল হাসান ব্যঙ্গচিত্রে ইয়াহিয়ার মুখাবয়বকে অমানবিকতা, নিষ্ঠুরতা ও ধ্বংসের প্রতীক হিসেবে উপস্থাপন করেন।
-
এই শিল্পকর্ম মুক্তিযুদ্ধের প্রতিরোধ সংগ্রামে শক্তিশালী প্রচারমাধ্যমে পরিণত হয়।
-
-
প্রকাশ ও প্রচার:
-
প্রথম প্রকাশ: ১৯৭১ সালের মে মাসে কলকাতা থেকে প্রকাশিত জয় বাংলা পত্রিকায়।
-
পরবর্তীতে বাংলাদেশের প্রবাসী সরকার এক রঙে এর লক্ষাধিক কপি ছাপিয়ে মুক্তাঞ্চলে বিতরণ করে।
-
বিদেশি প্রচারের জন্য ইংরেজি ভাষ্যে এর শিরোনাম ছিল: Annihilate the Demons।
-
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো

0
Updated: 1 week ago
কোন ধরনের দেশগুলোর জন্য TRIPS চুক্তি কার্যকরে রেয়াত সুবিধা প্রদান করা হয়?
Created: 13 hours ago
A
শুধুমাত্র উন্নত দেশ
B
শুধুমাত্র উন্নয়নশীল দেশ
C
শুধুমাত্র এলডিসিভুক্ত দেশ
D
উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশ
TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) গৃহীত বুদ্ধিবৃত্তিক সম্পদের (Intellectual Property) মেধাস্বত্ব সম্পর্কিত একটি বৈশ্বিক চুক্তি।
-
প্রতিষ্ঠা ও কার্যকর:
-
গৃহীত: ১৫ এপ্রিল, ১৯৯৪, মরক্কোর মারাক্কাশে
-
কার্যকর: ১ জানুয়ারি, ১৯৯৫
-
-
মূল বৈশিষ্ট্য:
-
উন্নয়নশীল ও স্বল্পোন্নত (LDC) দেশগুলোর জন্য রেয়াত সুবিধা প্রদান।
-
স্বল্পোন্নত দেশগুলোর জন্য TRIPS চুক্তির প্রয়োগের মেয়াদ ১ জুলাই, ২০৩৪ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে, যা WTO-র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত।
-

0
Updated: 13 hours ago
অজয় বঙ্গ বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
Created: 13 hours ago
A
১২তম
B
১৩তম
C
১৪তম
D
১৫তম
বিশ্বব্যাংক (World Bank) হলো আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর নামেই পরিচিত।
-
প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬
-
প্রারম্ভিক সদস্য: ৩৮টি দেশ
-
বর্তমান সদস্য: ১৮৯টি দেশ
-
সর্বশেষ সদস্য: নাউরু
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান অঙ্গসংস্থা: ৫টি
বর্তমান প্রেসিডেন্ট – অজয় বঙ্গ:
-
পদ: ১৪তম প্রেসিডেন্ট
-
নিয়োগ: ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদের জন্য
-
পূর্ব কর্মজীবন: ভিসা ও মাস্টারকার্ডের CEO
-
অন্যান্য দায়িত্ব: দ্য সাইবার রেডিনেস ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা, নিউ ইয়র্ক ইকোনমিক ক্লাবের ভাইস চেয়ারম্যান
-
বিঃদ্রঃ: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত হয়ে থাকে

0
Updated: 13 hours ago