IMF-এর Special Drawing Rights (SDR)-এর মূল্য কয়টি প্রধান মুদ্রার উপর নির্ভর করে?
A
২টি
B
৩টি
C
৪টি
D
৫টি
উত্তরের বিবরণ
Special Drawing Rights (SDR) হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের আন্তর্জাতিক মুদ্রা ইউনিট।
-
SDR কোনো দেশের স্থানীয় মুদ্রা নয়; এটি আন্তর্জাতিক মুদ্রা ইউনিট যা সদস্য দেশগুলো আর্থিক প্রয়োজন মেটাতে বা সংকট কাটাতে ব্যবহার করতে পারে।
-
SDR-এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়।
-
নিয়মিত SDR-এর মূল্যমান হালনাগাদ করা হয়।
-
IMF ১৯৬৯ সালে SDR-এর গঠনতন্ত্র সংশোধন করেছিল।
মূল্য নির্ধারণ:
-
IMF-এর SDR-এর মূল্য নির্ভর করে ৫টি প্রধান মুদ্রার উপর:
-
মার্কিন ডলার (USD)
-
ইউরো (EUR)
-
চীনা রেনমিনবি (CNY)
-
জাপানি ইয়েন (JPY)
-
ব্রিটিশ পাউন্ড (GBP)
-
-
SDR সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, তবে আন্তর্জাতিক লেনদেন ও দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য প্রদানে এটি কার্যকর।
0
Updated: 1 month ago
বাংলাদেশ ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কত সালে?
Created: 1 month ago
A
১৯৯৭ সালে
B
১৯৯৮ সালে
C
১৯৯৯ সালে
D
২০০০ সালে
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ:
- আইসিসি ট্রফি জয় করে: ১৯৯৭ সালে।
- ওয়ানডে স্ট্যাটাস লাভ করে: ১৯৯৭ সালে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে: ৩১ মার্চ, ১৯৮৬ সালে।
- একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম জয়টা পায় ২২ ম্যাচ পর।
- কেনিয়ার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম জয়টা পায়।
তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
0
Updated: 1 month ago
‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
Created: 1 month ago
A
নাসির উদ্দিন ইউসুফ
B
তারেক মাসুদ
C
তানভীর মোকাম্মেল
D
মান্নান হীরা
একাত্তরের ক্ষুদিরাম
-
পরিচালক ও নির্মাতা: মান্নান হীরা।
-
প্রকার: মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র।
-
চিত্রনাট্য ও পরিচালনা: মান্নান হীরার রচনা ও পরিচালনায় নির্মিত।
অভিনয় শিল্পী
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ।
-
শিশু শিল্পী: স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি প্রমুখ।
নির্মাণকাল
-
২০১২–২০১৩ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়।
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
নূন্যতম সদস্য উপস্থিত না থাকলে স্পিকার সংসদের অধিবেশন স্থগিত রাখেন?
Created: 3 weeks ago
A
৫০ জন
B
৬০ জন
C
৭০ জন
D
৮০ জন
জাতীয় সংসদ
জাতীয় সংসদ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এককক্ষবিশিষ্ট আইনসভা, যার ওপর দেশের সংবিধানের বিধানাবলি অনুযায়ী আইন প্রণয়নের ক্ষমতা ন্যস্ত।
-
সদস্য সংখ্যা ও গঠন:
-
সরাসরি নির্বাচিত ৩০০ সদস্য নির্বাচনী এলাকা থেকে
-
মহিলা আসন সংখ্যা ৫০, যা সংবিধানের পঞ্চদশ সংশোধনী (২০১১) অনুযায়ী নির্ধারিত
-
মোট আসন সংখ্যা: ৩৫০
-
-
মেয়াদ: ৫ বছর
-
কোরাম ও অধিবেশন:
-
সংবিধানের ৭৫ নং অনুচ্ছেদ অনুযায়ী সংসদের কার্য পরিচালনার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
-
অধিবেশন কোরামের জন্য কমপক্ষে ৬০ জন সদস্য উপস্থিত থাকলে কার্যক্রম চলবে
-
৬০ জনের কম সদস্য উপস্থিত থাকলে স্পিকার অধিবেশন স্থগিত করতে পারেন
-
-
সাধারণ নির্বাচন ও অধিবেশন আহ্বান: সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা হয়
0
Updated: 3 weeks ago