'The World Investment Report' প্রকাশ করে কোন সংস্থা?
A
IMF
B
WTO
C
UNCTAD
D
World Bank
উত্তরের বিবরণ
United Nations Conference on Trade and Development (UNCTAD) হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন।
-
যাত্রা শুরু: ১৯৬৪
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি
-
সংস্থাটি বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে
UNCTAD-এর প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনসমূহ:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
0
Updated: 1 month ago
"প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা" – এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
Created: 1 month ago
A
অনুচ্ছেদ ২
B
অনুচ্ছেদ ৩
C
অনুচ্ছেদ ৭ক
D
অনুচ্ছেদ ৭খ
বাংলাদেশের সংবিধান: প্রথম ভাগ – রাষ্ট্রভাষা
-
অনুচ্ছেদ ৩:
-
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হলো বাংলা।
-
প্রথম ভাগের অন্যান্য অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১: প্রজাতন্ত্র।
-
অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
-
অনুচ্ছেদ ২ক: রাষ্ট্রধর্ম।
-
অনুচ্ছেদ ৩: রাষ্ট্রভাষা।
-
অনুচ্ছেদ ৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
-
অনুচ্ছেদ ৫: রাজধানী।
-
অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
-
অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য।
-
অনুচ্ছেদ ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ।
-
অনুচ্ছেদ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।
0
Updated: 1 month ago
মন্ত্রিসভার কত ভাগ টেকনোক্র্যাট মন্ত্রী রাখা যায়?
Created: 1 month ago
A
৫%
B
১০%
C
১৫%
D
২৫%
টেকনোক্র্যাট মন্ত্রী হলো এমন একজন মন্ত্রী যিনি সংসদ সদস্য না হয়েও সরকারের মন্ত্রিসভায় নিয়োগপ্রাপ্ত হন।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রিসভায় সংসদ সদস্যদের মধ্য থেকে ৯০% মন্ত্রী নিয়োগপ্রাপ্ত হবেন।
-
সংসদ সদস্যদের বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রীরা টেকনোক্র্যাট মন্ত্রী নামে পরিচিত।
-
অর্থাৎ, মন্ত্রিসভায় ১০% পর্যন্ত মন্ত্রী সংসদ সদস্য নয় এমন ব্যক্তিদের মধ্যে হতে পারেন।
উৎস:
0
Updated: 1 month ago
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
Created: 1 month ago
A
ব্যাকবেঞ্চ
B
স্পিকার বেঞ্চ
C
ট্রেজারি বেঞ্চ
D
লবি বেঞ্চ
বাংলাদেশের সংসদে আসনবিন্যাসে বিশেষ তাৎপর্য রয়েছে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের অবস্থান তাদের দায়িত্ব ও মর্যাদা অনুযায়ী নির্ধারিত হয়। সামনের দিকের আসনগুলো বিশেষভাবে পরিচিত ট্রেজারি বেঞ্চ নামে।
-
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
এখানে সরকারি দলের মন্ত্রী ও শীর্ষস্থানীয় নেতারা বসেন।
-
স্পিকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এর বিপরীত দিকে সামনের সারিতে বসেন বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ।
-
ট্রেজারি বেঞ্চকে আরও বলা হয় ফ্রন্ট বেঞ্চ।
-
সংসদে সরকারি ও বিরোধী দলের যেসব সদস্য পেছনের সারিতে বসেন তাঁদের ব্যাকবেঞ্চার বলা হয়।
-
ব্যাকবেঞ্চাররা সাধারণত সরকারি দলের মন্ত্রী বা উচ্চপদস্থ নন, আবার বিরোধী দলেরও শীর্ষস্থানীয় নন, তাই সংসদের আসন ব্যবস্থায় তাঁরা পিছনের সারিতে অবস্থান করেন।
0
Updated: 1 month ago