বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করে?
A
ICSID
B
IBRD
C
IDA
D
IFC
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
IFC (International Finance Corporation)
-
প্রতিষ্ঠিত: ২০ জুলাই, ১৯৫৬
-
বর্তমান সদস্য দেশ: ১৮৬টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান লক্ষ্য: বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন
-
মূল সেবা: ঋণ (Loans), ইক্যুইটি বিনিয়োগ (Equity Investments), ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), টেকনিক্যাল সহায়তা (Advisory Services)
0
Updated: 1 month ago
সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১২২ অনুচ্ছেদে নির্ধারিত। এটি জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করে।
-
যোগ্যতা নির্ধারণ:
-
প্রার্থী বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
-
যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হওয়া থাকতে হবে এবং ঘোষণাটি বহাল থাকলে যোগ্যতা হারাবে।
-
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে বা আইনের দৃষ্টিতে ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে।
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে কোনো অপরাধের দোষী প্রমাণিত থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা যাবে না।
-
0
Updated: 1 month ago
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় কোন পণ্য?
Created: 1 month ago
A
তৈলবীজ
B
ভোজ্য তেল
C
সুতা
D
তুলা
বাংলাদেশের একক ও প্রাথমিক পণ্য আমদানি বিশ্লেষণে দেখা যায় যে তুলা সব ধরনের আমদানির মধ্যে শীর্ষে অবস্থান করছে, তবে শিল্পজাত পণ্যের ক্ষেত্রে পেট্রোলিয়ামজাত সামগ্রী প্রধান।
একক পণ্য আমদানি:
-
সবচেয়ে বেশি আমদানি করা হয় তুলা
-
শিল্পজাত পণ্যের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
-
শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় সার
-
শিল্পজাত পণ্যের মধ্যে তৃতীয় সর্বোচ্চ আমদানি হয় সুতা
প্রাথমিক পণ্য আমদানি:
-
সবচেয়ে বেশি আমদানি হয় তুলা
-
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় গম
-
তৃতীয় সর্বোচ্চ আমদানি হয় তৈলবীজ
0
Updated: 1 month ago
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে কোনটি বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য ছিল?
Created: 1 month ago
A
বঙ্গ
B
সমতট
C
চন্দ্রদ্বীপ
D
পুণ্ড্র
পুণ্ড্র জনপদ ছিল পূর্বাঞ্চলের অন্যতম প্রাচীন জনপদ এবং ইতিহাসের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন মহাস্থান ব্রাহ্মী লিপিতে উল্লিখিত পুদনগল বা পুণ্ড্র নগর ও বর্তমান বগুড়া শহরের অবস্থান প্রমাণ করে এই জনপদটির অস্তিত্ব। সময়ের সাথে এটি দুটি ভিন্ন নামে পরিচিতি পায়; প্রাচীনকালে পুণ্ড্রবর্ধন এবং মধ্যযুগে বরেন্দ্র বা বরীন্দ্র।
-
পুণ্ড্র জনপদ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছিল।
-
প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত।
-
পুণ্ড্রনগর বর্তমান বগুড়া শহরের কাছাকাছি করতোয়া নদীর তীরে অবস্থিত।
-
সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি.পূ. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুণ্ড্র রাজ্য স্বাধীনতা হারায়।
-
গুপ্ত যুগে (৪র্থ-৬ষ্ঠ শতকে) পুণ্ড্র নগর ছিল গুপ্তদের প্রাদেশিক রাজধানী।
-
প্রাচীন সভ্যতার নিদর্শনের দিক দিয়ে পুণ্ড্র জনপদ বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ রাজ্য হিসেবে বিবেচিত।
উৎস:
0
Updated: 1 month ago