WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
উত্তরের বিবরণ
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর
0
Updated: 1 month ago
'গ্রাম সরকার' ব্যবস্থার প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
জিয়াউর রহমান
B
তাজউদ্দিন আহমদ
C
বিচারপতি আবদুস সাত্তার
D
হুসেইন মুহম্মদ এরশাদ
গ্রাম সরকার ব্যবস্থা গঠনের মূল প্রবর্তক ছিলেন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান।
-
জিয়াউর রহমান গ্রাম পুলিশকে ব্রিটিশ চৌকিদার মডেলে সংগঠিত করেন।
-
তিনি গ্রামে গ্রামে ঘুরে জনগণকে উদ্বুদ্ধ করেন এবং তাদের নেতৃত্ব, সততা ও কর্মস্পৃহায় অনুপ্রাণিত হয়ে স্বনির্ভর গ্রাম সরকার গঠনের সিদ্ধান্ত নেন।
-
এই গ্রাম সরকারের মাধ্যমে জনগণ নিজেদের সমস্যা নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে পারতেন।
-
গ্রাম সরকারের মোট সদস্য সংখ্যা ছিল ১৪ জন, যার মধ্যে ৬ জন নারী সদস্য থাকতেন।
-
১৯৮২ সালে জেনারেল এরশাদ থানাগুলোকে উপজেলায় উন্নীত করে উপজেলা পরিষদ গঠন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
0
Updated: 3 weeks ago
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, নারী সাক্ষরতার হার কত?
Created: 3 weeks ago
A
৭০.৩২%
B
৭১.৮৯%
C
৭২.৯৪%
D
৭৩.৫১%
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ও সাক্ষরতার বিভিন্ন তথ্য নিম্নরূপ:
-
জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%
-
জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন প্রতি বর্গকিমি
-
সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব): ৭৪.৮০%
-
পুরুষের সাক্ষরতার হার: ৭৬.৭১%
-
নারীর সাক্ষরতার হার: ৭২.৯৪%
-
-
বিভাগভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: ঢাকা বিভাগ ৭৮.২৪%
-
সর্বনিম্ন: ময়মনসিংহ বিভাগ ৬৭.২৩%
-
-
জেলা ভিত্তিক সাক্ষরতার হার:
-
সর্বোচ্চ: পিরোজপুর জেলা ৮৫.৫৩%
-
সর্বনিম্ন: জামালপুর জেলা ৬১.৭০%
-
0
Updated: 3 weeks ago