২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
A
নাইরোবি, কেনিয়া
B
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
C
ইয়াউন্দে, ক্যামেরুন
D
জেনেভা, সুইজারল্যান্ড
উত্তরের বিবরণ
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ, ইয়াউন্দে, ক্যামেরুনে।
0
Updated: 1 month ago
খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
পাড়া
B
পুঞ্জি
C
মৌজা
D
মাহাতো
খাসিয়া জনগোষ্ঠী বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যা মঙ্গোলীয় বংশোদ্ভূত। এদের শারীরিক বৈশিষ্ট্য, সামাজিক কাঠামো ও ধর্মীয় জীবন তাদের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত।
-
জাতিগত শ্রেণি: মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্য: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, ছোট টানা কালো চোখ, খর্বকায়।
-
অভিবাসন: প্রায় পাঁচ শতাব্দী আগে আসাম থেকে বাংলাদেশে আগমন।
-
গ্রাম ও নেতৃত্ব: গ্রামের নাম পুঞ্জি, পুঞ্জিপ্রধানকে সিয়েম বলা হয়।
-
বাংলাদেশে বসতি: উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।
-
ভারতে বসতি: মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশ।
-
ধর্ম: বর্তমান শতকরা ৮০-৯০ ভাগ খাসিয়া খ্রিস্টান।
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
খুলনা
B
কুষ্টিয়া
C
ঝিনাইদহ
D
দিনাজপুর
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী বিভিন্ন ফসলের উৎপাদনে শীর্ষ স্থানধারী জেলা ও বিভাগগুলো নিম্নরূপ:
-
তামাক উৎপাদনে:
-
শীর্ষ জেলা: কুষ্টিয়া
-
শীর্ষ বিভাগ: খুলনা
-
-
চা উৎপাদনে শীর্ষ জেলা: মৌলভীবাজার
-
ভুট্টা উৎপাদনে শীর্ষ জেলা: দিনাজপুর
-
তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ
-
পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর
0
Updated: 1 month ago
মারমা জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের নাম কী?
Created: 3 weeks ago
A
সোহরাই
B
সাংগ্রাই
C
বিহু
D
বাইসু
মারমা
মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী, যারা মূলত পার্বত্য রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায় বসবাস করে। তারা মঙ্গোলয়েড বর্ণগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে, যা ‘ভোট বর্মী’ শাখার বর্মী ভাষা। মারমারা মূলত বৌদ্ধ ধর্মালম্বী, এবং তাদের প্রধান বর্ষবরণ উৎসব হলো সাংগ্রাই।
-
রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা:
-
গ্রাম পর্যায়: প্রধান কারবারি
-
মৌজা পর্যায়: হেডম্যান
-
সার্কেল পর্যায়: রাজা
-
গ্রাম, মৌজা এবং সার্কেল প্রধানদের মূল দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা
-
-
উল্লেখযোগ্য তথ্য: সাংগ্রাই উৎসব রাখাইন জনগোষ্ঠীর বর্ষবরণ ও প্রধান উৎসবের সঙ্গে সম্পর্কিত
0
Updated: 3 weeks ago