ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
উত্তরের বিবরণ
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী, মহিলা বা ৬৫ তদূর্ধ্ব ব্যক্তির জন্য বার্ষিক করমুক্ত আয়সীমা কত?
Created: 1 month ago
A
৩,৫০,০০০ টাকা
B
৫,০০,০০০ টাকা
C
৪,০০,০০০ টাকা
D
৪,৭৫,০০০ টাকা
বাংলাদেশে করমুক্ত আয় সীমা বিভিন্ন শ্রেণির ব্যক্তির জন্য নির্ধারিত, যা তাদের আয়কর দায়বদ্ধতা কমাতে সহায়তা করে।
-
সাধারণ ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৩৫০,০০০ টাকা
-
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪,০০,০০০ টাকা
-
প্রতিবন্ধী ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
-
গেজেটভুক্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার করমুক্ত আয় সীমা: ৫০০,০০০ টাকা
-
তৃতীয় লিঙ্গের ব্যক্তির করমুক্ত আয় সীমা: ৪৭৫,০০০ টাকা
উল্লেখ্য, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে নারী এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয় সীমা বৃদ্ধি পেয়ে হবে ৪,২৫,০০০ টাকা।
0
Updated: 1 month ago
পাঙন সম্প্রদায় কোন নৃগোষ্ঠীর শাখা?
Created: 1 month ago
A
চাকমা
B
মণিপুরী
C
গারো
D
তঞ্চঙ্গ্যা
পাঙনরা মণিপুরী নৃগোষ্ঠীর একটি স্বতন্ত্র শাখা, যারা ধর্ম ও সাংস্কৃতিক দিক থেকে মণিপুরী সমাজের অংশ হলেও তাদের নিজস্ব বৈশিষ্ট্য বহন করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
পাঙন সম্প্রদায় মূলত মণিপুরী নৃগোষ্ঠীর একটি শাখা।
-
মণিপুরের রাজা চৌরজিৎ সিংহের সময় (১৮১৯-১৮২৫) সংঘটিত বার্মা-মণিপুর যুদ্ধের পর মণিপুরী জনগণের একটি অংশ ভারত ও বাংলাদেশে আশ্রয় নেন।
-
বাংলাদেশে আগত মণিপুরীরা প্রধানত তিনটি শাখায় বিভক্ত:
১. বিষ্ণুপ্রিয়া
২. মৈতৈ
৩. পাঙন -
পাঙনরা আর্য বংশভুক্ত, মৈতৈ ভাষায় কথা বলে এবং ইসলাম ধর্ম অনুসরণ করে।
-
ভাষাগত পরিচিতি মৈতৈদের সঙ্গে মিললেও ধর্মীয় পরিচয় আলাদা, ফলে পাঙনরা আলাদা একটি সম্প্রদায় হিসেবে চিহ্নিত।
-
মূলত ধর্মীয়ভাবে মুসলিম হলেও, তারা মণিপুরী সমাজের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
চীন
C
ভারত
D
জাপান
বাংলাদেশের দেশভিত্তিক আমদানির তথ্য অনুযায়ী সাম্প্রতিক অর্থবছরে মোট আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমেছে এবং এর প্রধান অংশ চীন থেকে আমদানিকৃত।
-
মোট আমদানি ব্যয় হয়েছে ৪৪,১০৮.০ মিলিয়ন মার্কিন ডলার
-
যা পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের আমদানি ব্যয় ৫২,১১৯.০ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৫.৫ শতাংশ কম
-
সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে, যার অংশ ২৮.৪৬%
-
দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, অংশ ১৩.৪২%
-
তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, অংশ ৪.৫১%
0
Updated: 1 month ago