জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে?
A
অনুচ্ছেদ ২৩
B
অনুচ্ছেদ ২৪
C
অনুচ্ছেদ ২৭
D
অনুচ্ছেদ ২৮
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত।
-
প্রধান দায়িত্ব: বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা
-
সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী)
গঠন ও ক্ষমতা:
-
জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে নিরাপত্তা পরিষদ গঠিত।
-
স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে; তারা একটি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তা গৃহীত হবে না।
-
অস্থায়ী সদস্যরা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন, মেয়াদকাল সাধারণত দুই বছর। তাদের কোনো ভেটো ক্ষমতা নেই, তবে তারা আলোচনায় অংশগ্রহণ করতে পারে এবং ভোট দিতে পারে।
কাজ ও পদ্ধতি:
-
২৪ নং অনুচ্ছেদ: নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা
-
২৭ নং অনুচ্ছেদ: ভোটিং পদ্ধতি
-
২৮ নং অনুচ্ছেদ: কাজের পদ্ধতি

0
Updated: 13 hours ago
অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
Created: 1 week ago
A
ভারত
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
দেশভিত্তিক আমদানি (বাংলাদেশ – অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী)
আমদানি রিপোর্ট
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য
-
টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় ভারত থেকে।
-
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ ধাপ: ৬টি।
-
সর্বোচ্চ শুল্কহার: ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪

0
Updated: 1 week ago
উপজেলার প্রশাসনিক কর্মকর্তা কে?
Created: 3 days ago
A
উপজেলা ভাইস চেয়ারম্যান
B
উপজেলা নির্বাহী অফিসার
C
উপজেলা সমাজসেবা অফিসার
D
উপজেলা চেয়ারম্যান
উপজেলা প্রশাসন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো, যা স্থানীয় পর্যায়ে উন্নয়ন ও শাসন ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত থাকে এবং এই পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার মূল দায়িত্বে থাকেন উপজেলা নির্বাহী অফিসার।
-
উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর।
-
প্রতিটি জেলা কয়েকটি উপজেলায় বিভক্ত হয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে।
-
উপজেলায় প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
-
তিনি জেলা প্রশাসকের নির্দেশনা বাস্তবায়ন করেন এবং উপজেলাভিত্তিক কার্যক্রম সমন্বয় করেন।
-
উপজেলা নির্বাহী অফিসার হলেন বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা।
-
অন্যান্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সহায়তায় তিনি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করেন।
-
উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও শাসন ব্যবস্থার দায়িত্বও তাঁর ওপর বর্তায়।
-
সামগ্রিকভাবে উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম তদারক করা তাঁর অন্যতম দায়িত্ব।
উৎস:

0
Updated: 3 days ago
২০২৬ সালে বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 13 hours ago
A
নাইরোবি, কেনিয়া
B
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
C
ইয়াউন্দে, ক্যামেরুন
D
জেনেভা, সুইজারল্যান্ড
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৬ থেকে ২৯ মার্চ, ইয়াউন্দে, ক্যামেরুনে।

0
Updated: 13 hours ago