Trafalgar Square-এর অবস্থান-
A
রাশিয়ায়
B
ইংল্যান্ডে
C
ফ্রান্সে
D
চীনে
উত্তরের বিবরণ
ট্রাফালগার স্কয়ার লন্ডনের অন্যতম বিখ্যাত স্থান, যা শুধু একটি মিলনস্থল নয় বরং ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবেও পরিচিত। এটি ব্রিটিশ সামরিক বিজয় এবং জাতীয় গৌরবকে স্মরণ করিয়ে দেয়।
-
অবস্থান: ট্রাফালগার স্কয়ার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
-
প্রকৃতি: এটি সাধারণ জনগণের মিলনস্থল এবং একই সঙ্গে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
ইতিহাস: ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। সেই যুদ্ধকে বলা হয় ট্রাফালগারের যুদ্ধ।
-
নামকরণ: ঐ বিজয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থলে এই চত্ত্বরের নাম রাখা হয় ট্রাফালগার স্কয়ার।
-
প্রধান স্থাপনা: স্কয়ারের কেন্দ্রে নেলসন কলাম দাঁড়িয়ে আছে, যা ব্রিটিশ নৌবাহিনীর নায়ক আডমিরাল হোরেশিও নেলসনের স্মৃতিচিহ্ন।
-
অন্য স্থাপনা: এখানে ন্যাশনাল গ্যালারি অবস্থিত, যা পৃথিবীর নানা বিখ্যাত চিত্রকর্মের সংগ্রহশালা হিসেবে পরিচিত।
-
সাংস্কৃতিক ব্যবহার: স্কয়ারটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা একে আরও প্রাণবন্ত করে তোলে।
0
Updated: 1 month ago
গুয়াম-এর গভর্নরের নাম হচ্ছে - (আগস্ট, ২০২৪)
Created: 1 month ago
A
এ্যডি ক্যালভো
B
ডোনাল্ড ডাক
C
রন ব্লুম
D
লু লিয়ন গুয়েরেরো
গুয়াম
-
গুয়াম হলো যুক্তরাষ্ট্রের অধীনে একটি দ্বীপ, যা প্রশান্ত মহাসাগরের (ওশেনিয়া অঞ্চলে) পশ্চিম দিকে অবস্থিত।
-
রাজধানী: হাগাতনা।
-
রাষ্ট্রপ্রধান: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
-
সরকারের প্রধানের পদবি: গভর্নর।
-
বর্তমান গভর্নর: লু লিয়ন গুয়েরেরো (Lou Leon Guerrero), যিনি ২০১৮ সাল থেকে এই দায়িত্ব পালন করছেন।
উৎস: Governor Lou Leon Guerrero
[মনে রাখবেন- এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
0
Updated: 1 month ago
২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স
C
জার্মানি
D
ইতালি
২০১৮ সালে কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্র স্বাক্ষর করতে অনড় ছিল।
জি-৭ (G-7) সংক্রান্ত তথ্য:
-
পূর্ণরূপ: Group of Seven।
-
এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের একটি আন্তঃরাষ্ট্রীয় জোট।
-
প্রতিষ্ঠিত: ১৫ নভেম্বর ১৯৭৫, ফ্রান্সের প্রস্তাবিত উদ্যোগে।
-
বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
-
এদের মধ্যে একমাত্র এশীয় দেশ: জাপান।
-
আগে G-7 এর সদস্য সংখ্যা ৮টি ছিল, কিন্তু ২০১৪ সালে রাশিয়ার সদস্যপদ স্থগিত হওয়ায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন (২০২৪, ইতালি):
-
আলোচনার প্রধান বিষয়বস্তু ছিল: ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), এবং চীনের বাণিজ্য নীতি।
-
এছাড়া আফ্রিকা এবং ভূমধ্যসাগর অঞ্চলের নিরাপত্তা বিষয়ক বিষয়ও আলোচিত হয়েছে।
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যান্য দেশগুলোর (জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাজ্য) রাষ্ট্র ও সরকার প্রধানেরা সবুজ প্রযুক্তি ও ন্যায্য ব্যবসা-বাণিজ্য নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন।
-
সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন বিষয়ক আলোচনা ও হয়েছে।
উৎস: G-7 ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
Created: 2 months ago
A
ভারত
B
আলজেরিয়া
C
আলবেনিয়া
D
ফ্রান্স
মাদার তেরেসা
-
মাদার তেরেসার আসল নাম অ্যাগনেস গন্কজা বোজাহিউ (Agnes Gonxha Bojaxhiu)।
-
তিনি একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক।
-
জন্ম: ২৭ আগস্ট ১৯১০, আলবেনিয়ার স্কপিয়ে শহরে (বর্তমানে উত্তর মেসিডোনিয়ার অংশ)।
-
১৯২৮ সালে তিনি কলকাতায় আসেন।
-
কলকাতায় তিনি অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
-
মৃত্যু: ৫ সেপ্টেম্বর ১৯৯৭।
পুরস্কার ও স্বীকৃতি:
-
১৯৬২: পদ্মশ্রী
-
১৯৭১: পোপ জন শান্তি পুরস্কার
-
১৯৭২: জওহরলাল নেহরু পুরস্কার
-
১৯৭৯: নোবেল শান্তি পুরস্কার (দুঃস্থ মানুষের সেবায় অবদান)
-
১৯৮০: ভাররত্ন
উৎস: Britannica
0
Updated: 2 months ago