নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাধ্যতামূলক করতে কতটি সদস্যের সম্মতি প্রয়োজন?
A
৭টি
B
৯টি
C
১১টি
D
১৩টি
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (UN Security Council) হলো জাতিসংঘের প্রধান সংস্থা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত।
-
প্রধান দায়িত্ব: বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং সংঘাত প্রতিরোধ করা।
-
সদস্য সংখ্যা: ১৫টি (৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য)
-
স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র (পি-৫)
-
অস্থায়ী সদস্য:
-
২০২৪–২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
২০২৫–২৬: ডেনমার্ক, গ্রিস, সোমালিয়া, পাকিস্তান, পানামা
-
-
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৭ নং অনুচ্ছেদ: ভোটদান রীতি
-
প্রত্যেক সদস্যের একটি ভোটদানের অধিকার থাকবে।
-
পদ্ধতিগত বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য নয়টি সদস্যের ইতিবাচক ভোট প্রয়োজন।
-
অন্যান্য বিষয়ে স্থায়ী সদস্যদের সমর্থনসহ মোট নয়টি ইতিবাচক ভোট থাকলে সিদ্ধান্ত গৃহীত হবে। ষষ্ঠ অধ্যায় বা ৫২-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী বিবাদমান সদস্যরা ভোটদানে বিরত থাকতে পারে।

0
Updated: 12 hours ago
১৯৭৬ সালের স্থানীয় সরকার অধ্যাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়?
Created: 3 days ago
A
তিন
B
দুই
C
চার
D
পাঁচ
বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থা ১৯৭৬ সালে জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার কর্তৃক জারি করা স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে পুনর্গঠিত হয়। এ অধ্যাদেশে গ্রামীণ অঞ্চলের স্থানীয় সরকার কাঠামো তিন ধরনের প্রতিষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়।
-
গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি প্রতিষ্ঠান হলো— ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ এবং জেলা পরিষদ।
-
ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি মূলত ১৯৭৩ সালের রাষ্ট্রপতির ২২ নং অধ্যাদেশের অনুরূপভাবে রাখা হয়েছে।
-
ইউনিয়ন পরিষদের মেয়াদকাল পাঁচ বছর নির্ধারিত ছিল।
-
স্থানীয় সরকার অধ্যাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা, অপসারণ প্রক্রিয়া এবং কার্যক্রম পরিচালনার বিস্তারিত নিয়ম নির্ধারণ করা হয়েছে।
উৎস:

0
Updated: 3 days ago
বিসিআইসির তথ্য অনুযায়ী, দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা কোনটি?
Created: 1 week ago
A
আকিজ সিমেন্ট
B
বসুন্ধরা সিমেন্ট
C
ছাতক সিমেন্ট
D
শাহ সিমেন্ট
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড:
- বিসিআইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এখানে ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন করা হয়।
⇒ ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হলে ১৯৬৬ সাল হতে এটি ইপিআইডিসি’র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য,
- সিমেন্ট উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্লিংকার।
- চুনাপাথর ও মাটি থেকে প্রাপ্ত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন ইত্যাদিকে বিভিন্ন তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্লিংকার প্রস্তুত করা হয়।

0
Updated: 1 week ago
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা কোনটি?
Created: 1 week ago
A
বিশ্বব্যাংক
B
এশীয় উন্নয়ন ব্যাংক
C
বাংলাদেশ উন্নয়ন ফোরাম
D
বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশের বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণকারী সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
BDF:
- BDF-এর পূর্ণরূপ- Bangladesh Development Forum.
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম ১৯৭৪ সালে গঠিত হয়।
- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে।
উৎস: i) প্রথম আলো।
ii) Economic Relations Division ওয়েবসাইট।

0
Updated: 1 week ago