WTO-এর সদস্য দেশের সংখ্যা কত? [আগস্ট, ২০২৫]
A
১৬৪টি
B
১৬৬টি
C
১৯১টি
D
১৯৩টি
উত্তরের বিবরণ
WTO (World Trade Organization) হলো বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সংস্থা।
-
প্রতিষ্ঠিত: ১ জানুয়ারি, ১৯৯৫
-
বর্তমান সদস্য দেশ: ১৬৬টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা
-
প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT)
-
সর্বশেষ যোগ হওয়া দেশগুলো: ১৬৫তম দেশ – কমোরোস, ১৬৬তম দেশ – পূর্ব তিমুর

0
Updated: 13 hours ago
আইনের মাধ্যমে যে কোনো সংস্থা বা কর্তৃপক্ষকে বিধি প্রণয়নের ক্ষমতা দিতে পারে-
Created: 5 days ago
A
সুপ্রিম কোর্ট
B
বিচার বিভাগ
C
প্রধান বিচারপতি
D
জাতীয় সংসদ
জাতীয় সংসদ
-
জাতীয় সংসদ সরকারের তিনটি বিভাগের একটি আইন বিভাগ।
-
আইনবিভাগের একটি অংশ হলো আইনসভা, যার বাংলাদেশের নাম ‘জাতীয় সংসদ’।
-
সংসদ প্রণীত আইন রাষ্ট্রপতির সম্মতি লাভের পর কার্যকর হয়।
-
জাতীয় সংসদ মোট ৩৫০ জন সদস্য নিয়ে গঠিত।
-
এর মধ্যে ৩০০ জন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
সংবিধান অনুযায়ী সংসদ যে কোনো নতুন আইন প্রণয়ন এবং প্রচলিত আইন পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারে।
-
সংসদ আইনের মাধ্যমে সংস্থা বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, উপবিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতা প্রদান করতে পারে।
-
সংসদ প্রণীত আইনে রাষ্ট্রপতি ১৫ দিনের মধ্যে সম্মতি প্রদান করবেন।

0
Updated: 5 days ago
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করবেন -
Created: 13 hours ago
A
ফিলেমন ইয়াং
B
আনালেনা বায়েরবক
C
ভোলকান বোজকার
D
মেরি রবিনসন
জাতিসংঘের সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সদস্য সংখ্যা: ১৯৩টি
-
বাৎসরিক অধিবেশন: সাধারণ অধিবেশন
-
সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে, যার মধ্যে সাধারণত প্রধান প্রতিনিধি (রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকে
-
প্রয়োজন অনুযায়ী আরও প্রতিনিধির অনুমতি পাওয়া যেতে পারে, তবে ৫ জনের বেশি নয়
-
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি:
-
৮০তম অধিবেশন (২০২৫): আনালেনা বায়েরবোক (Annalena Baerbock), জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
-
দায়িত্ব গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫
-
-
৭৯তম অধিবেশন: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং

0
Updated: 13 hours ago
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
চামড়া ও চামড়াজাত পণ্য
B
চা
C
চিংড়ি
D
পাটজাত পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত
-
প্রধান রপ্তানি খাত: তৈরি পোশাক
-
ইপিবি পরিসংখ্যান অনুযায়ী:
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৩%, যা ৩৯৬ কোটি ডলার।
-
-
-
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ১২ কোটি ৭৪ লাখ ডলার।
-
-
তৃতীয় শীর্ষ রপ্তানি খাত: কৃষি প্রক্রিয়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ৯ কোটি ডলার।
-
-
সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান:
-
২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি ৪,৮২৮ কোটি ডলার।
-
উৎস:
i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
ii) প্রথম আলো

0
Updated: 1 week ago