'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
উত্তরের বিবরণ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন
0
Updated: 1 month ago
‘ভুখা’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
ভূমিকা
B
ক্ষুধার্ত
C
অলঙ্কার
D
উপহার
• বাংলা
একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ভুখা’ শব্দের অর্থ - ক্ষুধার্ত।
0
Updated: 1 month ago
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল। নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
Created: 1 month ago
A
অপাদান কারক
B
করণ কারক
C
কর্ম কারক
D
সম্বন্ধ কারক
সম্বন্ধ কারক হলো সেই কারক যা বিশেষ্য বা সর্বনামের সঙ্গে অন্য বিশেষ্য বা সর্বনামের সম্পর্ক নির্দেশ করে। এটি সাধারণত ক্রিয়ার সঙ্গে পরোক্ষ সম্পর্ক স্থাপন করে। সম্বন্ধ কারকে শব্দের সঙ্গে ‘-র’, ‘-এর’, ‘-য়ের’, ‘-কার’, ‘-কের’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
উদাহরণ:
-
ফুলের গন্ধে ঘুম আসে না।
-
আমার জামার বোতামগুলো একটু অন্য রকম।
-
তখনকার দিনে পায়ে হেঁটে চলতে হতো মাইলের পর মাইল।
0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago