কোনটি অশুদ্ধ বানান?
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।
0
Updated: 1 month ago
‘মর্সিয়া’ শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
Created: 1 month ago
A
আরবি
B
উর্দু
C
ফারসি
D
তুর্কি
বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘মর্সিয়া’ একটি বিশেষ্য পদ, যা ফারসি ভাষা থেকে আগত শব্দ। সাধারণভাবে এটি শোকগাথা বা শোকবিষয়ক কবিতা বোঝাতে ব্যবহৃত হয়। বিশেষত কারো মৃত্যু বা শোকাবহ ঘটনার বর্ণনায় মর্সিয়া রচনা করা হয়ে থাকে।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
রূপায়ন
B
রুপায়ন
C
রূপায়ণ
D
রুপায়ণ
শুদ্ধ - রূপায়ণ : (বিশেষ্য পদ) রূপদান, মূর্তিদান, অভিনয়ে ভূমিকা গ্রহণ।
0
Updated: 1 month ago
বাংলা ভাষার কতটি প্রধান রূপ রয়েছে?
Created: 1 month ago
A
তিনটি
B
চারটি
C
একটি
D
দুটি
বাংলা ভাষার দুটি রূপ আছে: মৌখিক রূপ এবং লৈখিক রূপ।
মৌখিক রূপের রীতি:
-
আঞ্চলিক রীতি
-
প্রমিত রীতি
লৈখিক রূপের রীতি:
-
চলিত রীতি
-
সাধু রীতি
0
Updated: 1 month ago