কোন সংস্থা বিনিয়োগ-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য কাজ করে?
A
ICSID
B
MIGA
C
IBRD
D
IFC
উত্তরের বিবরণ
বিশ্বব্যাংক গ্রুপ হলো এমন একটি আর্থিক সংস্থা, যা ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত:
-
International Bank for Reconstruction and Development (IBRD)
-
International Finance Corporation (IFC)
-
Multilateral Investment Guarantee Agency (MIGA)
-
International Center for Settlement of Investment Disputes (ICSID)
-
International Development Association (IDA)
ICSID (International Center for Settlement of Investment Disputes)
-
প্রতিষ্ঠিত: ১৪ অক্টোবর, ১৯৬৬
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি
-
সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
-
প্রধান কাজ: আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।

0
Updated: 13 hours ago
‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটির নির্মাতা কে?
Created: 1 week ago
A
নাসির উদ্দিন ইউসুফ
B
তারেক মাসুদ
C
তানভীর মোকাম্মেল
D
মান্নান হীরা
একাত্তরের ক্ষুদিরাম
-
পরিচালক ও নির্মাতা: মান্নান হীরা।
-
প্রকার: মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র।
-
চিত্রনাট্য ও পরিচালনা: মান্নান হীরার রচনা ও পরিচালনায় নির্মিত।
অভিনয় শিল্পী
-
প্রধান অভিনেতা/অভিনেত্রী: মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ।
-
শিশু শিল্পী: স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি প্রমুখ।
নির্মাণকাল
-
২০১২–২০১৩ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয়।
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে?
Created: 13 hours ago
A
এস এ করিম
B
বি এ সিদ্দিকী
C
সালাহউদ্দিন নোমান চৌধুরী
D
আনোয়ারুল কমির চৌধুরী
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিবৃন্দ
১. এস এ করিম – ১৮ সেপ্টেম্বর ১৯৭৪ (প্রথম স্থায়ী প্রতিনিধি)
২. কে এম কায়সার
৩. খাজা ওয়াসিউদ্দিন
৪. বি এ সিদ্দিকী
৫. আতাউল করিম
৬. এ.এইচ.জি. মহিউদ্দিন
৭. মোহাম্মদ মহসিন
৮. হুমায়ুন কবির
৯. রিয়াজ রহমান
১০. আনোয়ারুল কমির চৌধুরী
১১. ইফতেখার আহমেদ চৌধুরী
১২. ইসামত জাহান – ১৮ জুন ২০০৭ (প্রথম নারী স্থায়ী প্রতিনিধি)
১৩. এ কে আব্দুল মোমেন
১৪. মাসুদ বিন মোমেন
১৫. রাবাব ফাতিমা
১৬. মুহাম্মদ আবদুল মুহিত
১৭. সালাহউদ্দিন নোমান চৌধুরী – বর্তমান স্থায়ী প্রতিনিধি
উল্লেখযোগ্য তথ্য:
-
জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন এস এ করিম।
-
বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি হলেন ইসামত জাহান।
-
বর্তমান স্থায়ী প্রতিনিধি: সালাহউদ্দিন নোমান চৌধুরী।

0
Updated: 13 hours ago
'অন্ধকূপ হত্যা' (Black Hole Tragedy) নামক ঘটনাটি কোন নবাবের শাসনামলের সাথে জড়িত?
Created: 1 day ago
A
সিরাজ-উদ-দৌলা
B
আলীবর্দী খান
C
নবাব মুর্শিদকুলী খান
D
মীর কাসিম
অন্ধকূপ হত্যা হলো ১৭৫৬ সালের ২০ জুনের ঘটনাসংক্রান্ত এক কাহিনী, যা নবাব সিরাজ-উদ-দৌলা কর্তৃক কলকাতা দখলের সময় সংঘটিত হওয়ার কথা বলা হয়। এই ঘটনার মূল বিবরণ এসেছে ইংরেজ সেনাপতি জন জেফেনিয়াহ হলওয়েল-এর লেখা থেকে।
-
নবাব সিরাজ-উদ-দৌলা ১৭৫৬ সালের জুনে কলকাতার ফোর্ট উইলিয়াম দখল করেন।
-
দখলের সময় ১৪৬ জন ইংরেজ সৈন্যকে একটি ক্ষুদ্র বন্দিশালায় আবদ্ধ রাখা হয়, যা ছিল ১৮ ফুট দীর্ঘ ও ১৪ ফুট ৩ ইঞ্চি প্রস্থের।
-
গ্রীষ্মের অতি উত্তাপে এবং অসহনীয় পরিস্থিতিতে বন্দিরা রাতযাপন করতে বাধ্য হন।
-
কাহিনী অনুযায়ী, ১২৩ জন ইংরেজ মারা যান। জীবিতদের মধ্যে ছিলেন হলওয়েল।
-
হলওয়েল এই শোকাবহ ঘটনার বিস্তৃত বর্ণনা দেন এবং নবাবকে এ দুর্ভাগ্যজনক ঘটনার জন্য দায়ী করেন।
-
নবাবের আক্রমণের কারণে (১৬-২০ জুন, ১৭৫৬) ফোর্ট উইলিয়ামের ইংরেজরা পলায়ন করতে বাধ্য হয়। জন জেফেনিয়াহ হলওয়েলসহ ১৭০ জন ইংরেজ সময়মতো জাহাজে উঠতে ব্যর্থ হয়ে বন্দি হন।
-
উনিশ শতকের প্রথম দিকের অধিকাংশ ইংরেজ ইতিহাসবিদ এই কাহিনী বিশ্বাস করতেন এবং অন্ধকূপ হত্যাকে প্রাচ্যশাসকদের বর্বরতা ও নিষ্ঠুরতার নিদর্শন হিসেবে দেখতেন।
-
তবে পরবর্তীকালের ইতিহাসবিদরা হলওয়েলের কাহিনীর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং মনে করেন এই ঘটনা নবাবের অজ্ঞাতেই ঘটেছিল।
সূত্র:

0
Updated: 1 day ago