'বনৌষধি' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
বন + ওষূধি
B
বন + ওষধি
C
বন + ওষুধি
D
বন + ঔষধি
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম অনুযায়ী, যখন অ-কার বা আ-কারের পরে ও-কার বা ঔ-কার আসে, তখন উভয় মিলিত হয়ে ঔ-কার তৈরি করে। এই ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
-
প্রতি + এক = প্রত্যেক
0
Updated: 1 month ago
সমাসবদ্ধ পদ কোনটি?
Created: 3 months ago
A
আকাশ
B
ছাড়পত্র
C
মৃত্তিকা
D
সাগর
এই শব্দটি একটি সমাসবদ্ধ পদ এবং এটি তৎপুরুষ সমাস দ্বারা গঠিত। অন্য শব্দগুলো—আকাশ, মৃত্তিকা, সাগর—সমাসবদ্ধ পদ নয়, এগুলি সাধারণভাবে একক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 3 months ago
মানুষের ভাষা কীসের সাহায্যে সৃষ্টি হয়?
Created: 1 month ago
A
ইঙ্গিতের সাহায্যে
B
ঠোঁটের সাহায্যে
C
কণ্ঠের সাহায্যে
D
বাগযন্ত্রের সাহায্যে
ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি। ধ্বনি উচ্চারণ করতে যেসব প্রত্যঙ্গ কাজে লাগে, সেগুলোকে একত্রে বাগযন্ত্র বলে। মানবদেহের উপরিভাগে অবস্থিত ফুসফুস থেকে শুরু করে ঠোঁট পর্যন্ত ধ্বনি উৎপাদনে ব্যবহৃত প্রতিটি প্রত্যঙ্গই বাগযন্ত্রের অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
Created: 1 month ago
A
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
B
ক্ষমা একটি মহানগুণ।
C
সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
D
অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
-
অন্যান্য অশুদ্ধ ও শুদ্ধ বাক্যসমূহ:
-
অশুদ্ধ: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে। -
অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই। -
অশুদ্ধ: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ: ক্ষমা একটি মহৎ গুণ।
-
0
Updated: 1 month ago