কোনটি চলিত ভাষার শব্দ?
A
অদ্য
B
যদিও
C
তথাপি
D
নতুবা
উত্তরের বিবরণ
কিছু অব্যয়পদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অদ্য → আজ
-
অদ্যাপি → আজও
-
কদাচ → কখনো
-
তথাপি → তবুও
-
নচেৎ → নইলে
-
নতুবা → নইলে
-
যদ্যপি → যদিও
0
Updated: 1 month ago
কোন দ্বিরুক্ত শব্দজুটি আধিক্য অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
নরম নরম হাত
B
পাকা পাকা আম
C
উড়ু উড়ু মন
D
শীত শীত লাগে
0
Updated: 1 month ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 months ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
| বাগধারা | অর্থ |
|---|---|
| অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
| কেউকেটা | সামান্য |
| অকূল পাথার | ভীষণ বিপদ |
| আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
নিম্নে কোনটি ”ওষ্ঠ্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
Created: 1 month ago
A
ট
B
ব
C
ড়
D
ধ
ওষ্ঠ্য ব্যঞ্জন:
ওষ্ঠ্য ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি যা উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও বলা হয়।
-
উদাহরণ: প, ফ, ব, ভ, ম
অপরদিকে:
-
মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি: ট, ড়
-
দন্ত্য ব্যঞ্জনধ্বনি: ধ
0
Updated: 1 month ago