B-52 কোন দেশের বোমারু বিমান?
A
রাশিয়া
B
যুক্তরাজ্য
C
জার্মানি
D
যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক বাহিনী তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি ও যুদ্ধ সরঞ্জামের জন্য সুপরিচিত। এগুলো আধুনিক যুদ্ধ কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে।
-
যুক্তরাষ্ট্র:
-
F-16 জঙ্গি বিমান
-
B-52 বোমারু বিমান
-
Stealth প্রযুক্তি-নির্ভর জঙ্গি বিমান, যা রাডারের নজর এড়াতে সক্ষম
-
C-130 সামরিক পরিবহন বিমান
-
-
রাশিয়া:
-
Yak-130 অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান
-
MIG-21 / Malalaika যুদ্ধ বিমান
-
MIG-21 এর চীনা সংস্করণ: J-7 / F-7 Airguard
-
MIG-21 ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ফাইটার বিমান
-
-
যুক্তরাজ্য:
-
Challenger-1 ট্যাংক
-
-
জার্মানি:
-
U-Boat (Under sea Boat) সাবমেরিন
-
উৎস:

0
Updated: 12 hours ago
নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
Created: 4 weeks ago
A
কানাডা
B
নরওয়ে
C
জাপান
D
ভুটান
নিশীথ সূর্যের দেশ
-
উপনাম: নিশীথ সূর্যের দেশ
-
দেশ: নরওয়ে
-
কারণ:
-
নরওয়ের উত্তরাঞ্চলে গ্রীষ্মকালে সূর্য মাঝরাতেও অস্ত যায় না
-
এই অদ্ভুত প্রাকৃতিক ঘটনা দেশের জন্য উপাধি প্রদান করেছে
-
-
ভূ-অবস্থান ও অক্ষাংশ:
-
নরওয়ের উত্তরাংশ আর্কটিক সার্কেলের ভেতরে অবস্থিত
-
মে থেকে জুলাই মাসে সূর্য একেবারেই অস্তায় না, ফলে মধ্যরাতে সূর্য দেখা যায়
-
উৎস: Britannica.com

0
Updated: 4 weeks ago
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কী? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 3 days ago
A
পেতংতার্ন সিনাওয়াত্রা
B
অনুতিন চার্নভিরাকুল
C
স্রেত্থা থাভিসিন
D
থাকসিন শিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী
-
নাম: অনুতিন চার্নভিরাকুল
-
নির্বাচন: ৫ সেপ্টেম্বর ২০২৫, পার্লামেন্ট ভোটাভুটি
-
ভোট: ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ সদস্যের মধ্যে ৩১১ ভোট পান
-
পদ গ্রহণ: পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে প্রধানমন্ত্রী
-
পেশাগত পটভূমি: নির্মাণ খাতের বড় ব্যবসায়ী; আগে দেশটির উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী
-
বিখ্যাত কর্মকাণ্ড: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে সর্বাধিক পরিচিত
-
বয়স: ৫৮ বছর

0
Updated: 3 days ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago