’পিরামিড অব দ্য সান’ কোন দেশে অবস্থিত?
A
মেক্সিকো
B
মিশর
C
দক্ষিণ সুদান
D
ব্রাজিল
উত্তরের বিবরণ
মেক্সিকোর প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যে অন্যতম হলো পিরামিড অব দ্য সান, যা ইতিহাস ও প্রত্নতত্ত্বের দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। এটি বিশ্বের অন্যতম পরিচিত পিরামিড স্থাপনা।
-
পিরামিড অব দ্য সান: মেক্সিকো সিটি থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।
-
এটি মহাশক্তিশালী অ্যাজটেক সভ্যতার বৃহত্তম পিরামিড।
-
ধারণা করা হয়, খ্রিস্ট জন্মের প্রায় ১০০ বছর পর এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।
অন্যদিকে,
-
সর্বাধিক পিরামিডের দেশ হলো সুদান।
-
বিশ্বের পিরামিডগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ হলো মেক্সিকোর পিরামিড অব দ্য সান এবং পিরামিড অব দ্য মুন, যেগুলো বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির তত্ত্বাবধানে রয়েছে।
-
পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড হলো গিজার মহা পিরামিড বা খুফুর পিরামিড, যা মিসরের এল গিজা নামক স্থানের কাছে অবস্থিত।
উৎস:

0
Updated: 12 hours ago
OPCW’ এর পূর্ণরূপ-
Created: 4 weeks ago
A
Organization for The preservation of weather
B
Organization for the Prohibition of Chemical Weapons
C
Organization for protection of Chemical Weapons
D
Organization for the Prohibition of Cost Wealth
OPCW (Organization for the Prohibition of Chemical Weapons)
-
প্রতিষ্ঠা: ২৯ এপ্রিল, ১৯৯৭
-
সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ড
-
সমর্থনকারী দেশ: ১৯৩ টি
-
অ-স্বাক্ষরকারী: দক্ষিণ সুদান, মিশর, উত্তর কোরিয়া
-
বিশেষ তথ্য: ইসরাইল স্বাক্ষর করেছে, কিন্তু চূড়ান্ত অনুমোদন দেয়নি। বাংলাদেশ ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়।
-
অর্জন: ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ।
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
উৎস: OPCW ওয়েবসাইট

0
Updated: 4 weeks ago
২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫)
Created: 4 days ago
A
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
B
জুরিখ, সুইজারল্যান্ড
C
ভিয়েনা, অস্ট্রিয়া
D
কোপেনহেগেন, ডেনমার্ক
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রতিবছরের মতো এবারও বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পাঁচটি মূল মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরকে মূল্যায়ন করা হয়।
-
মূল্যায়নের মানদণ্ডগুলো হলো– স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো
-
১৬ জুন ২০২৫ তারিখে ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে
-
তালিকার শীর্ষ শহরগুলো হলো:
-
কোপেনহেগেন, ডেনমার্ক
-
ভিয়েনা, অস্ট্রিয়া
-
জুরিখ, সুইজারল্যান্ড
-
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
-
জেনেভা, সুইজারল্যান্ড
-
-
বাংলাদেশের অবস্থান তালিকায় ১৭১তম
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
সর্বোচ্চ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন ও যুক্তরাষ্ট্র
B
চীন ও ভারত
C
ভারত ও যুক্তরাষ্ট্র
D
ভারত ও রাশিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
গ্রিন হাউস
সাম্রাজ্যের পতন
গ্রিন হাউস গ্যাস (Greenhouse Gases)
-
সংজ্ঞা: গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়।
-
কার্যপ্রণালী:
-
এরা সূর্য থেকে আগত অতিবেগুনী (UV) ও অবলোহিত (IR) রশ্মির কিছু অংশ শোষণ করে।
-
পুনরায় মহাশূন্যে ফিরিয়ে দিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে।
-
ফলে পৃথিবীতে জীববৈচিত্র্য টিকে থাকার মতো একটি স্থায়ী তাপমাত্রা বজায় থাকে।
-
-
প্রধান গ্রিন হাউস গ্যাস:
-
জলীয় বাষ্প (H₂O)
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂)
-
মিথেন (CH₄)
-
ওজোন (O₃)
-
নাইট্রাস অক্সাইড (N₂O)
-
ক্লোরোফ্লুরোকার্বনস (CFCs)
-
গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ (২০২৫ অনুযায়ী)
-
চীন 🌏
-
যুক্তরাষ্ট্র 🇺🇸
-
ভারত 🇮🇳
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) 🇪🇺
-
রাশিয়া 🇷🇺
উৎস:
i) Investopedia
ii) U.S. Environmental Protection Agency (EPA)

0
Updated: 2 weeks ago