কোনটি সম্মুখ স্বরধ্বনি?
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
উত্তরের বিবরণ
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।
0
Updated: 1 month ago
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুধাকর
B
তনু
C
মার্তণ্ড
D
সিন্ধু
‘সূর্য’ শব্দের বিভিন্ন প্রতিশব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে। এগুলো মূলত কাব্য ও সাহিত্যরচনায় ব্যবহার হয়ে থাকে।
-
‘সূর্য’ এর প্রতিশব্দ: মার্তণ্ড
-
‘সূর্য’ এর কিছু প্রচলিত প্রতিশব্দ:
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
দিনমণি
-
মার্তণ্ড
-
অংশুমালী
-
অরুণ
-
অন্যদিকে,
-
চাঁদের প্রতিশব্দ: সুধাকর, কলানিধি
-
‘দেহ’ শব্দের প্রতিশব্দ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়
-
‘সমুদ্র’ এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি
0
Updated: 1 month ago
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
Created: 1 month ago
A
আটটি
B
নয়টি
C
সাতটি
D
দশটি
বাংলা বর্ণমালাকে মাত্রার ভিত্তিতে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়—পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ। এভাবে বিভাজনের মাধ্যমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ উভয়েরই সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারিত হয়।
-
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি
-
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ সংখ্যা ৩২টি
-
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৮টি
ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে:
-
পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ ২৬টি
-
অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ ৭টি
-
মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ ৬টি
স্বরবর্ণের ক্ষেত্রে:
-
পূর্ণমাত্রার স্বরবর্ণ ৬টি
-
অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি
-
মাত্রাহীন স্বরবর্ণ ৪টি
0
Updated: 1 month ago
সংক্ষিপ্তরূপ নেই নিচের কোন স্বরধ্বনির?
Created: 1 month ago
A
আ
B
এ
C
ঋ
D
অ
‘অ’ এর কোনো সংক্ষিপ্ত রূপ বা ‘কার’ নেই।
কারের সংজ্ঞা:
-
যখন কোনো স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হয়, তাকে কার বলা হয়।
-
অ-ভিন্ন অন্য দশটি স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ বাংলায় বিদ্যমান।
বাংলার কারসমূহ এবং উদাহরণ:
-
আ-কার (া): মামা, বাবা, মা, পাখা, চাকা
-
ই-কার (ি): বিশ্ব, মিথ্যা, পানি, চিনি, গাড়ি
-
ঈ-কার (ী): শীতল, মন্ত্রী, নীতি, পত্নী, পরীক্ষা
-
উ-কার (ু): বুবু, খুকু, ফুফু
-
ঊ-কার (ূ): মূল্যবান, পূর্তি, অপূর্ব, পূজা, চূর্ণ
-
ঋ-কার (ৃ): নৃত্য, বৃথা, বৃষ্টি, গৃহ, কৃতী
-
এ-কার (ে): দেশ, শেষ, মেঘ, মেয়ে, ছেলে
-
ঐ-কার (ৈ): মৈত্রী, দৈত্য, সৈন্য, চৈত্র, বৈশাখ
-
ও-কার (াে): খোলা, দোলনা, বোকা, খোকা, ধোঁকা
-
ঔ-কার (ৗে): নৌকা, ভৌত, পৌষ, কৌতুক, যৌথ
0
Updated: 1 month ago