কোনটি সাধু ভাষার শব্দ?
A
দন্ত
B
বাঘ
C
কান
D
হাতি
উত্তরের বিবরণ
কিছু বিশেষ্যপদের সাধু ও চলিত রূপের পার্থক্য নিম্নরূপ:
-
অগ্নি → আগুন
-
কর্ণ → কান
-
চন্দ্র → চাঁদ
-
দন্ত → দাঁত
-
পক্ষী → পাখি
-
ব্যাঘ্র → বাঘ
-
মৎস্য → মাছ
-
হস্তী → হাতি
0
Updated: 1 month ago
”বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।।” - বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকের উদাহরণ?
Created: 1 month ago
A
অপাদান কারক
B
সম্বন্ধ কারক
C
করণ কারক
D
অধিকরণ কারক
অধিকরণ কারক হলো সেই কারক যা কোনো ক্রিয়া বা ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত স্থানের, সময়ের, বিষয়বস্তুর বা ভাবের নির্দেশ দেয়।
উদাহরণ:
-
বাবা বাড়িতে আছেন।
-
বিকাল পাঁচটায় অফিসে ছুটি হবে।
-
সোমা বাংলা ব্যাকরণে ভালো।
এখানে ‘বাড়িতে’, ‘অফিসে’, ‘বাংলা ব্যাকরণে’ হলো অধিকরণ কারক, কারণ এগুলো স্থান, কাল ও বিষয়ে নির্দেশ করছে।
0
Updated: 1 month ago
কোনটি অলুক তৎপুরুষ?
Created: 1 month ago
A
হাতেপায়ে
B
তেলেভাজা
C
কানেখাটো
D
পথেপ্রবাসে
অলুক তৎপুরুষ সমাস:
-
যখন পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে তৎপুরুষ সমাস গঠিত হয়, তখন তাকে অলুক তৎপুরুষ সমাস বলা হয়।
-
‘অলুক’ অর্থ অ-লোপ, অর্থাৎ লোপ বা বিভাজন না হওয়া।
উদাহরণ:
-
সোনার তরী = সোনার তরী
-
চিনির বলদ = চিনির বলদ
-
তেলেভাজা = তেলেভাজা
-
খেলার মাঠ = খেলার মাঠ
অলুক দ্বন্দ্ব সমাস:
-
যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলোর বিভক্তি সুস্পষ্ট না হয়ে সমস্ত পদ একসঙ্গে যুক্ত থাকে, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
কোলে ও পিঠে = কোলেপিঠে
-
দুধে ও ভাতে = দুধেতাতে
-
আদায়-কাঁচকলায়, আগেপিছে, কাগজে-কলমে, ধীরেসুস্থে, ক্ষেতেখামারে, দলেদলে, দুঃখেসুখে, হাতেপায়ে, হাতেনাতে, যাকেতাকে, ঝোপেঝাড়ে, মনেপ্রাণে, জলেডাঙায়, পথেপ্রবাসে ইত্যাদি
0
Updated: 1 month ago
সংগীত বিষয়ক গ্রন্থ 'বনগীতি' রচনা করেন কে?
Created: 2 months ago
A
কায়কোবাদ
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
-
অন্যান্য গ্রন্থ
কাজী নজরুল ইসলাম
-
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।
-
বাল্যকালে ডাকনাম: ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’, ‘দুখু মিয়া’।
-
বাল্যকালেই লেটোগানের দলে যোগদান; লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন।
-
অন্যান্য ছদ্মনাম: ধূমকেতু, নুরু।
-
বাংলা সাহিত্যে পরিচিত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত: ‘বুলবুল’।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; কবি নজরুল জীবনী
0
Updated: 2 months ago