চীন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে কোন স্থানে?
A
লুপ নার
B
মরুরোয়া দ্বীপ
C
পুঙ্গগেয়রি
D
কিরিতিমাতি দ্বীপ
উত্তরের বিবরণ
পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইতিহাসে বিভিন্ন দেশ ভিন্ন ভিন্ন সময়ে প্রথমবারের মতো পরীক্ষা পরিচালনা করেছে। এসব পরীক্ষা মূলত সামরিক সক্ষমতা প্রদর্শন এবং প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে করা হয়।
-
যুক্তরাষ্ট্র: ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা; স্থান – নিউ মেক্সিকো।
-
রাশিয়া (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন): ১৯৪৯ সালে; স্থান – সেমিপালাটিনস্ক।
-
যুক্তরাজ্য: ১৯৫২ সালে; স্থান – অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে মন্টে বেলো দ্বীপপুঞ্জ।
-
ফ্রান্স: ১৯৬০ সালে; স্থান – আলজেরিয়ার সাহারা মরুভূমি।
-
চীন: ১৯৬৪ সালে; স্থান – লুপ নার।
-
ভারত: ১৯৭৪ সালে প্রথমবার পোখরান এলাকায় পরীক্ষা এবং ১৯৯৮ সালে আবারও পরীক্ষা চালায়।
-
পাকিস্তান: ১৯৯৮ সালে; স্থান – চাগাই।
-
উত্তর কোরিয়া: ২০০৬ সালে; স্থান – পুঙ্গগেয়রি।
উৎস:

0
Updated: 12 hours ago
বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
Created: 4 weeks ago
A
ইন্দিরা গান্ধী
B
বেনজির ভুট্টো
C
মার্গারেট থ্যাচার
D
সিরিমাভো বন্দরনায়েকে
সিরিমাভো বন্দরনায়েকে (Sirimavo Bandaranaike)
-
অবদান: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
-
দেশ: শ্রীলঙ্কা
-
পরিবারিক পটভূমি: নিহত প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকের স্ত্রী
-
নেতৃত্ব গ্রহণ: ১৯৬০ সালের জুলাই নির্বাচনে দলকে নেতৃত্ব দিয়ে জয়লাভ
-
শপথ গ্রহণ: ২১ জুলাই ১৯৬০, সিনেটর থেকে প্রধানমন্ত্রী হিসেবে
-
বিশেষত্ব: বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী
অন্যান্য উল্লেখযোগ্য মহিলা প্রধানমন্ত্রী
নাম | দেশ | বৈশিষ্ট্য |
---|---|---|
মার্গারেট থ্যাচার | বৃটেন | বৃটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী |
ইন্দিরা গান্ধী | ভারত | একমাত্র মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন |
বেনজির ভুট্টো | পাকিস্তান | মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী |
উৎস: Britannica.com

0
Updated: 4 weeks ago
'কুড়িল দ্বীপপুঞ্জ' নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
Created: 4 days ago
A
চীন ও কোরিয়া
B
রাশিয়া ও জাপান
C
ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড
D
জাপান ও চীন
কুরিল দ্বীপপুঞ্জ হলো রাশিয়া ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ দ্বীপসমূহ, যা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।
-
কুরিল দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত
-
অবস্থান: জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তরে
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কাছ থেকে এই দ্বীপগুলো সোভিয়েত ইউনিয়ন দখল করে
-
প্রশান্ত মহাসাগরের চারটি দ্বীপ নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে, যার মধ্যে কুরিল দ্বীপপুঞ্জ অন্যতম
-
এই বিতর্কিত দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ হলো কুনাশির
-
চারটি দ্বীপকে জাপান তাদের নর্দান টেরিটরি হিসেবে দাবি করে
-
এই বিরোধের কারণে রাশিয়া ও জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তিচুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করতে পারেনি
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন?
Created: 2 weeks ago
A
মহাবীর
B
নেমিনাথ
C
ঋষভনাথ
D
পার্শ্বনাথ
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জৈনধর্ম (Jainism)
-
মূল তথ্য:
-
ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
-
বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর মধ্যে অন্যতম।
-
“জৈন” শব্দটি এসেছে সংস্কৃত “জিন” থেকে, যার অর্থ জয়ী।
-
-
ধর্মগ্রন্থ ও সম্প্রদায়:
-
প্রধান ধর্মগ্রন্থ: দ্ব্বাদশ অঙ্গ
-
প্রধান দুটি সম্প্রদায়: শ্বেতাম্বর ও দিগম্বর
-
জৈনধর্মের মূল নীতি
-
যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয় করে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
-
জিনদের আচরণ ও শিক্ষা অনুসরণকারীদের বলা হয় জৈন।
-
ধর্মগুরুদের বলা হয় তীর্থঙ্কর।
-
ইতিহাসে ২৪ তীর্থঙ্করের উল্লেখ রয়েছে।
-
প্রথম তীর্থঙ্কর: ঋষভনাথ
-
সর্বশেষ তীর্থঙ্কর: মহাবীর
মহাবীর ও জৈনধর্মের প্রচার
-
খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের প্রধান প্রচারক: মহাবীর (২৪তম তীর্থঙ্কর)
-
মহাবীরকে অনেক সময় ভুলবশত ধর্মপ্রবর্তক মনে করা হয়, কিন্তু তিনি শুধুমাত্র ধর্মের প্রচারক ছিলেন।
-
মহাবীরের পূর্বসূরি:
-
২৩তম তীর্থঙ্কর: পার্শ্বনাথ
-
২২তম তীর্থঙ্কর: নেমিনাথ
-
উৎস: Britannica, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণি)

0
Updated: 2 weeks ago