OPCW শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে?
A
২০১০ সালে
B
২০১৩ সালে
C
২০০৭ সালে
D
২০১৫ সালে
উত্তরের বিবরণ
OPCW একটি আন্তর্জাতিক সংস্থা যা রাসায়নিক অস্ত্রের ব্যবহার ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সংস্থা বিশ্ব থেকে রাসায়নিক অস্ত্র নির্মূলের লক্ষ্যে কাজ করছে।
-
পূর্ণরূপ: Organization for the Prohibition of Chemical Weapons (OPCW)
-
প্রতিষ্ঠা: ১৯৯৭ সালে
-
সদর দপ্তর: দ্য হেগ, নেদারল্যান্ড
-
লক্ষ্য:
-
রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ
-
রাসায়নিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণ
-
-
সমর্থনকারী দেশ: বর্তমানে ১৯৩টি রাষ্ট্র OPCW-এর সদস্য
-
স্বাক্ষর করেনি: দক্ষিণ সুদান, মিশর ও উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করলেও অনুমোদন দেয়নি: ইসরাইল
-
বাংলাদেশ: ১৯৯৩ সালে স্বাক্ষর করে এবং ১৯৯৭ সালে চূড়ান্ত অনুমোদন দেয়
-
পুরস্কার: OPCW তাদের অবদানের জন্য ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে
উৎস:

0
Updated: 12 hours ago
জেনেভা কনভেনশনে কয়টি প্রটোকল রয়েছে?
Created: 12 hours ago
A
৪টি
B
৩টি
C
২টি
D
৫টি
জেনেভা কনভেনশন হলো যুদ্ধের বর্বরতাকে সীমিত করার জন্য গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন মানবাধিকার ও মানবিক আচরণের নীতিমালা নির্ধারণ করে।
-
জেনেভা কনভেনশন চারটি আনুষ্ঠানিক চুক্তি এবং তিনটি অতিরিক্ত প্রটোকল নিয়ে গঠিত।
-
প্রটোকল-১: আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা নিশ্চিত করে।
-
প্রটোকল-২: অ-আন্তর্জাতিক সশস্ত্র সংঘর্ষের শিকারদের সুরক্ষা সম্পর্কিত।
-
প্রটোকল-৩: একটি অতিরিক্ত স্বতন্ত্র প্রতীক, রেড ক্রিস্টাল গ্রহণের সঙ্গে সম্পর্কিত।
উৎস:

0
Updated: 12 hours ago
২০২৫ সালে ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শীর্ষ শহর কোনটি? (আগস্ট, ২০২৫)
Created: 4 days ago
A
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
B
জুরিখ, সুইজারল্যান্ড
C
ভিয়েনা, অস্ট্রিয়া
D
কোপেনহেগেন, ডেনমার্ক
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৫ অনুযায়ী ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রতিবছরের মতো এবারও বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পাঁচটি মূল মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরকে মূল্যায়ন করা হয়।
-
মূল্যায়নের মানদণ্ডগুলো হলো– স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো
-
১৬ জুন ২০২৫ তারিখে ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে
-
তালিকার শীর্ষ শহরগুলো হলো:
-
কোপেনহেগেন, ডেনমার্ক
-
ভিয়েনা, অস্ট্রিয়া
-
জুরিখ, সুইজারল্যান্ড
-
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
-
জেনেভা, সুইজারল্যান্ড
-
-
বাংলাদেশের অবস্থান তালিকায় ১৭১তম
তথ্যসূত্র:

0
Updated: 4 days ago
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
Created: 4 weeks ago
A
১৯৮৯ সালে
B
১৯৯৫ সালে
C
১৯৯০ সালে
D
১৯৯৭ সালে
কিয়োটো প্রটোকল (Kyoto Protocol)
-
স্বাক্ষর ও স্থান: কিয়োটো, জাপান, ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
সংক্ষিপ্ত বিবরণ: এটি জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি
-
উদ্দেশ্য: কার্বন ডাইঅক্সাইড ও অন্যান্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হ্রাস করা
-
উল্লেখযোগ্য তথ্য:
-
যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ সুদান প্রটোকলটি সমর্থন করেনি
-
২০১২ সালে কানাডা নিজেকে প্রটোকল থেকে প্রত্যাহার করে
-
উৎস: Britannica

0
Updated: 4 weeks ago