Trafalgar Square-এর অবস্থান-
A
রাশিয়ায়
B
ইংল্যান্ডে
C
ফ্রান্সে
D
চীনে
উত্তরের বিবরণ
ট্রাফালগার স্কয়ার লন্ডনের অন্যতম বিখ্যাত স্থান, যা শুধু একটি মিলনস্থল নয় বরং ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসেবেও পরিচিত। এটি ব্রিটিশ সামরিক বিজয় এবং জাতীয় গৌরবকে স্মরণ করিয়ে দেয়।
-
অবস্থান: ট্রাফালগার স্কয়ার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
-
প্রকৃতি: এটি সাধারণ জনগণের মিলনস্থল এবং একই সঙ্গে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
ইতিহাস: ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে। সেই যুদ্ধকে বলা হয় ট্রাফালগারের যুদ্ধ।
-
নামকরণ: ঐ বিজয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থলে এই চত্ত্বরের নাম রাখা হয় ট্রাফালগার স্কয়ার।
-
প্রধান স্থাপনা: স্কয়ারের কেন্দ্রে নেলসন কলাম দাঁড়িয়ে আছে, যা ব্রিটিশ নৌবাহিনীর নায়ক আডমিরাল হোরেশিও নেলসনের স্মৃতিচিহ্ন।
-
অন্য স্থাপনা: এখানে ন্যাশনাল গ্যালারি অবস্থিত, যা পৃথিবীর নানা বিখ্যাত চিত্রকর্মের সংগ্রহশালা হিসেবে পরিচিত।
-
সাংস্কৃতিক ব্যবহার: স্কয়ারটিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা একে আরও প্রাণবন্ত করে তোলে।

0
Updated: 13 hours ago
হারারে'র পূর্ব নাম কি?
Created: 1 month ago
A
সলসবেরি
B
রোডেসিয়া
C
জিবুতি
D
জায়ারে
হারারে
-
জিম্বাবুয়ের রাজধানী শহর হারারে।
-
এটি দেশের উত্তর-পূর্ব অংশে অবস্থিত।
-
আগে এর নাম ছিল সলসবেরি।
জিম্বাবুয়ে
-
জিম্বাবুয়ে দক্ষিণ আফ্রিকার একটি স্থলবেষ্টিত দেশ।
-
রাজধানী: হারারে
-
সরকারি ভাষা: ইংরেজি
-
মুদ্রা: জিম্বাবুয়ান ডলার
-
এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম প্লাটিনাম উৎপাদনকারী দেশ।
অতিরিক্ত তথ্য
-
জিম্বাবুয়ের পুরনো নাম ছিল দক্ষিণ রোডেশিয়া।
-
ফরমোজার বর্তমান নাম হলো তাইওয়ান।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
Created: 4 weeks ago
A
মিসর
B
ইরাক
C
ইরান
D
থাইল্যান্ড
থাইল্যান্ড
-
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
-
দেশটির ভূগোল বৈচিত্র্যময়: উত্তর দিকে আছে পাহাড়ি বনাঞ্চল, কেন্দ্রীয় অংশে উর্বর ধানের মাঠ, উত্তর-পূর্বে বিস্তৃত মাটি এবং দক্ষিণ উপদ্বীপে সুন্দর সমুদ্রতট।
-
'থাই' শব্দের অর্থ মুক্ত, তাই 'থাইল্যান্ড' মানে মুক্ত ভূমি।
-
রাজধানী: ব্যাংকক।
-
মুদ্রা: বাথ।
ঐতিহাসিক তথ্য
-
প্রাচীনকালে থাইল্যান্ডকে শ্যাম দেশ বলা হতো।
-
১৯৩৯ সাল পর্যন্ত দেশটির নাম শ্যাম ছিল।
-
থাইল্যান্ড কখনও ইউরোপীয় ঔপনিবেশের অধীনে আসেনি।
-
১৯৩২ সালে একটি বিপ্লবের মাধ্যমে থাইল্যান্ডের নিরঙ্কুশ রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তর ঘটে। এরপর থেকে দেশটি নির্বাচিত সংসদ দ্বারা শাসিত হচ্ছে।
সূত্র: Britannica

0
Updated: 4 weeks ago
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি যা Joint Comprehensive Plan of Action নামে পরিচিত তা সই হয় -
Created: 2 weeks ago
A
২ এপ্রিল ২০১৫
B
১৪ জুলাই ২০১৫
C
২৪ সেপ্টেম্বর ২০১৪
D
১০ ডিসেম্বর ২০১৩
ইরান-পরমাণু চুক্তি (Joint Comprehensive Plan of Action)
ইরানের সঙ্গে পরমাণু সম্পর্কিত গুরুত্বপূর্ণ চুক্তি, যা Joint Comprehensive Plan of Action (JCPOA) নামে পরিচিত, ১৪ জুলাই ২০১৫ সালে স্বাক্ষরিত হয়। এই চুক্তি সাধারণত ইরান ডিল নামেও পরিচিত।
চুক্তির প্রধান তথ্য:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ইরান ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, এবং ফ্রান্সের মধ্যে।
-
এর সাথে ছিল জার্মানি, ফলে এই দলকে বলা হয় ‘পি৫ + ১’।
-
চুক্তি কার্যকর হয় ১৬ জানুয়ারি, ২০১৬ থেকে।
-
ইরান চুক্তি অনুযায়ী তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মজুদ সীমিত করতে সম্মত হয়।
-
কিছু পরমাণু স্থাপনা বন্ধ বা পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় ইরান।
-
আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারবে।
-
চুক্তির ফলে ইরানের ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
-
এই চুক্তি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে স্বাক্ষর ও কার্যকর হয়।
পরে ঘটে যাওয়া পরিবর্তন:
-
২০১৮ সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায়।
-
২০২০ সালের শুরুর দিকে ইরানও চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়।
সূত্র: U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago