আকাবা একটি-
A
সমুদ্র বন্দর
B
বিমান বন্দর
C
স্থল বন্দর
D
নদী বন্দর
উত্তরের বিবরণ
আকাবা জর্ডানের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, যা দেশের বাণিজ্য ও অর্থনীতির জন্য বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু জর্ডানের প্রধান সমুদ্র প্রবেশপথই নয়, বরং আঞ্চলিক বাণিজ্য ও পণ্য পরিবহনের ক্ষেত্রেও একটি কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
-
আকাবা জর্ডানের সমুদ্র বন্দর
-
কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে লাল সাগরের দ্বিতীয় ব্যস্ততম বন্দর
-
জর্ডানের বাজারের প্রাথমিক প্রবেশদ্বার
-
আঞ্চলিক দেশগুলোর মধ্যে পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট

0
Updated: 13 hours ago
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
বন
D
প্যারিস
ইউরোপীয় ইউনিয়ন (EU)
-
ইউরোপীয় ইউনিয়ন বা EU হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
-
এটি গঠিত হয়েছে ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
-
এর প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলস শহরে।
-
শুরুতে এই জোটে ছিল ৬টি দেশ।
-
বর্তমানে EU-ভুক্ত দেশের সংখ্যা ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো হলো
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
EU-এর একক মুদ্রার নাম ইউরো।
-
ইউরো মুদ্রার ধারণা দিয়েছিলেন অর্থনীতিবিদ রবার্ট মুন্ডেল।
-
ইউরো চালু হয় ১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
-
EU দেশগুলোর সীমান্ত রক্ষার জন্য একটি বাহিনী রয়েছে, যার নাম FRONTEX।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 month ago
কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভূক্ত?
Created: 3 days ago
A
IDB
B
IMF
C
WTO
D
ADB
Bretton Woods সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ১৯৪৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর পুনর্গঠন, আর্থিক সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক বাণিজ্যের কাঠামো নির্ধারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতা অংশ নেন। এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
-
স্থান ও সময়: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র; ১-২২ জুলাই, ১৯৪৪
-
প্রধান উদ্যোক্তা: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes
-
তাদের দুজনকেই বিশ্বব্যাংক ও IMF-এর প্রতিষ্ঠাতা পিতা (Founding Fathers) বলা হয়
-
ফলাফল: সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF এবং পরে GATT গঠিত হয়
IMF (International Monetary Fund):
-
পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল
-
গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪
-
আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫
-
কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭
-
প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯০টি
-
সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা
-
রিজার্ভ মুদ্রা: ৫টি – ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো এবং ইউয়ান

0
Updated: 3 days ago
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
Created: 4 weeks ago
A
ফিজি
B
সিরিয়া
C
লেবানন
D
আফগানিস্তান
আফগানিস্তান
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
উৎস: National Geographic Kids ওয়েবসাইট।

0
Updated: 4 weeks ago