'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
উত্তরের বিবরণ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 14 hours ago
'তিলত্তোমা' কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র?
Created: 2 weeks ago
A
কৃষ্ণকান্তের উইল
B
দুর্গেশনন্দিনী
C
কপালকুণ্ডলা
D
মৃণালিনী
দুর্গেশনন্দিনী
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যের গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র অন্যান্য উপন্যাস ও চরিত্র
উপন্যাস | উল্লেখযোগ্য চরিত্র |
---|---|
কৃষ্ণকান্তের উইল | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর |
দুর্গেশনন্দিনী | আয়েশা, তিলোত্তমা |
কপালকুণ্ডলা | কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক |
মৃণালিনী | হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা |
বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago
'তুমি আস, তবে আমি যাব।' কোন ধরনের বাক্য?
Created: 6 days ago
A
যৌগিক বাক্য
B
সরল বাক্য
C
জটিল বাক্য
D
খণ্ড বাক্য
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (,), সেমিকোলন (;), কোলন(:), ড্যাশ (_) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন:
- তুমি আস, তবে আমি যাব।
- তিনি ধনী, কিন্তু দাতা নন।
- তার ভাই ঋণ করেছিলো, আর সে তা পরিশোধ করেছে।
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

0
Updated: 6 days ago
'ভ্রূ > ভুরু' শব্দে ধ্বনির কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
Created: 6 days ago
A
আদি স্বরাগম
B
অন্ত্য স্বরাগম
C
মধ্য স্বরাগম
D
স্বরসঙ্গতি
• মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি (Anaptyxis):
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন:
অ - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রূ > ভুরু ইত্যাদি।
এ - গ্রাম > গেরাম, প্রেক> পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও - শ্লোক > শোলোক, মুরগ > মুরোগ > মোরগ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 6 days ago