কোনটি অশুদ্ধ বানান?
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।

0
Updated: 14 hours ago
কোন বানানটি শুদ্ধ নয়?
Created: 1 month ago
A
দরিদ্রতা
B
উপযোগিতা
C
শ্রদ্ধাঞ্জলি
D
উর্দ্ধ
অশুদ্ধ বানান: উর্দ্ধ
• শুদ্ধ বানান: ঊর্ধ্ব।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উপরের দিক;
- উপরিভাগ;
- উচ্চতা।
• দরিদ্রতা, উপযোগিতা ও শ্রদ্ধাঞ্জলি শব্দের বানানগুলো শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
পাউরুটি কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
পাঞ্জাবি
B
ফরাসি
C
গুজরাটি
D
পর্তুগিজ
কিছু পর্তুগিজ শব্দ: পাউরুটি, আনারস, আলপিন, আলকাতরা, আলমারি, আয়া, ইংরেজ, গামলা, চাবি, জানালা, বালতি, বোতাম, মাস্তুল, সাবান।

0
Updated: 1 month ago
কোন শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়েছে?
Created: 14 hours ago
A
পরিষ্কার
B
স্পষ্ট
C
ভূষণ
D
কোনোটিই নয়
বাংলা ভাষায় ‘ষ’ ধ্বনির ব্যবহার বিভিন্ন প্রক্রিয়ায় ঘটে।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ষ’ থাকে, যেমন: ষড়ঋতু, ভাষণ, ঊষা, ভূষণ, ঔষধ।
-
ট–বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়, যেমন: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ।
-
র-ধ্বনির পরে যদি অ, আ বা অন্য স্বরধ্বনি থাকে, তবে তার পরে ‘ষ’ বসে। উদাহরণ: পরিষ্কার।

0
Updated: 14 hours ago