'ইতস্তত' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
ইত + তত
B
ইতঃ + তত
C
ইতঃ + সত
D
ইতসঃ + তত
উত্তরের বিবরণ
বিসর্গ সন্ধি হলো এমন এক ধ্বনিগত পরিবর্তন যেখানে পূর্বপদের শেষে বিসর্গ (ঃ) থেকে গিয়ে পরবর্তী পদের আদ্য ব্যঞ্জনের প্রভাবে নতুন ধ্বনিতে রূপান্তর ঘটে। এর ফলে বিসর্গ পরিবর্তিত হয়ে পরবর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
-
বিসর্গের পরে চ্ বা ছ্ এলে বিসর্গ পরিবর্তিত হয়ে শ্ হয়।
-
বিসর্গের পরে ট্ বা ঠ্ এলে তা পরিবর্তিত হয়ে ষ্ হয়।
-
বিসর্গের পরে ত এলে তা পরিবর্তিত হয়ে স্ হয়।
উদাহরণ:
-
চতুঃ + টয় = চতুষ্টয়
-
ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার
-
নিঃ + ঠুর = নিষ্ঠুর
-
ইতঃ + তত = ইতস্তত
-
মনঃ + তাপ = মনস্তাপ
0
Updated: 1 month ago
”গাঁয়ে মানে না, আপনি মোড়ল।“ - বাক্যটিতে ”গাঁয়ে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 month ago
A
কর্তৃকারকে শূন্য
B
করণকারকে সপ্তমী
C
কর্তৃকারকে সপ্তমী
D
করণকারকে শূন্য
কর্তৃ কারক হলো সেই কারক যা ক্রিয়ার কার্যকারিতা নির্দেশ করে; অন্য কথায়, বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তৃ কারক।
বিভিন্ন বিভক্তির মাধ্যমে কর্তৃ কারক প্রকাশ করা যায়:
-
প্রথমা (শূন্য বা অ) বিভক্তি: হামিদ বই পড়ে।
-
দ্বিতীয়া (কে) বিভক্তি: বশিরকে যেতে হবে।
-
তৃতীয়া (দ্বারা) বিভক্তি: ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে।
-
ষষ্ঠী (র) বিভক্তি: আমার যাওয়া হয়নি।
-
সপ্তমী (এ) বিভক্তি: গাঁয়ে মানে না, আপনি মোড়ল।
0
Updated: 1 month ago
‘উন্নয়ন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
উন্ন + য়ন
B
উন্ + নয়ন
C
উৎ + নয়ন
D
উৎ + অয়ন
শব্দ: উন্নয়ন
-
সঠিক সন্ধি বিচ্ছেদ: উৎ + নয়ন = উন্নয়ন
অন্যান্য উদাহরণ:
-
উৎ + নতি = উন্নতি
-
উৎ + নত = উন্নত
-
উৎ + নীত = উন্নীত
-
উৎ + যোগ = উদ্যোগ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
0
Updated: 2 months ago
“ডুমুরের ফুল” বাগ্ধারাটির অর্থ -
Created: 1 month ago
A
সুসময়ের বন্ধু
B
অদৃশ্য বস্তু
C
নাছোড়বান্দা
D
কূটবুদ্ধি
ডুমুরের ফুল:
বাগ্ধারার অর্থ হলো অদৃশ্য বস্তু।
-
উদাহরণ: তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ!
অন্যান্য বাগ্ধারার উদাহরণ:
-
দুধের মাছি: সুসময়ের বন্ধু; সুযোগসন্ধানীরা সবসময় দুধের মাছির মতো ক্ষমতার আশপাশে ঘোরে।
-
চিনে জোঁক: নাছোড়বান্দা; লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে।
-
জিলাপির প্যাঁচ: কূটবুদ্ধি; বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে জিলাপির প্যাঁচ।
0
Updated: 1 month ago