'বনৌষধি' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
বন + ওষূধি
B
বন + ওষধি
C
বন + ওষুধি
D
বন + ঔষধি
উত্তরের বিবরণ
সন্ধির নিয়ম অনুযায়ী, যখন অ-কার বা আ-কারের পরে ও-কার বা ঔ-কার আসে, তখন উভয় মিলিত হয়ে ঔ-কার তৈরি করে। এই ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋত = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
-
প্রতি + এক = প্রত্যেক

0
Updated: 14 hours ago
কোনটি ভাষা পরিবারের নাম নয়?
Created: 14 hours ago
A
ইন্দো-ইউরোপীয়
B
অস্ট্রো-এশীয়
C
আফ্রিকীয়
D
ইন্দো-সেমীয়
ইন্দো-সেমীয় কোনো ভাষা-পরিবারের নাম নয়। বাংলা ভাষা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা এবং এটি নির্দিষ্ট ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত।
-
বাঙালি জনগোষ্ঠীর ভাব প্রকাশের প্রধান মাধ্যম হলো বাংলা ভাষা।
-
পৃথিবীর ভাষাগুলোকে সাধারণত ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
-
বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
-
বাংলার নিকটতম আত্মীয় ভাষা হলো অহমিয়া (অসমিয়া) এবং ওড়িয়া।
-
ধ্রুপদি ভাষা সংস্কৃত ও পালির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

0
Updated: 14 hours ago
আঞ্চলিক ভাষার অপর নাম কী?
Created: 2 days ago
A
কথ্যভাষা
B
উপভাষা
C
সাধুভাষা
D
চলিত ভাষা
আঞ্চলিক ভাষার অপর নাম উপভাষা। বাংলা ভাষার মোট আঞ্চলিক ভাষা ৫ টি।

0
Updated: 2 days ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 14 hours ago
A
ক্রন্দণ
B
কঙ্কণ
C
পিণাক
D
বেণু
বাংলা ভাষায় ‘ণ’ এবং ‘ন’ ব্যবহারের নিয়ম নিম্নরূপ:
-
অশুদ্ধ বানান: ক্রন্দণ।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না, বরং ‘ন’ থাকে। উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-
কিছু শব্দে স্বভাবতই ‘ণ’ থাকে। উদাহরণ: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক।

0
Updated: 14 hours ago