যমুনার প্রধান শাখানদী কোনটি?
A
তিস্তা
B
করতোয়া
C
আত্রাই
D
ধলেশ্বরী
উত্তরের বিবরণ
যমুনা নদী বাংলাদেশের একটি প্রধান নদী যা ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে বিশেষ গুরুত্ব বহন করে। ১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের একটি শাখা ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে বিচ্ছিন্ন হয়ে যমুনা নাম ধারণ করে। বর্তমানে এটি দেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার অংশ গঠন করেছে।
-
উৎপত্তি: ১৭৮৭ সালের ভূমিকম্পে ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের শাখা থেকে যমুনা নদীর উৎপত্তি।
-
প্রবাহপথ: দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মা নদীর সঙ্গে মিলিত হয়।
-
পরবর্তী ধারা: মিলিত স্রোত পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়।
-
প্রধান শাখানদী: ধলেশ্বরী যমুনার প্রধান শাখা, আর ধলেশ্বরীর একটি শাখা হলো বুড়িগঙ্গা।
-
উপনদী: যমুনার গুরুত্বপূর্ণ উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া এবং আত্রাই উল্লেখযোগ্য।

0
Updated: 14 hours ago
বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত?
Created: 1 week ago
A
কর্ণফুলী
B
হালদা
C
সাঙ্গু
D
মাতামুহুরী
ভূগোল
নদী গবেষণা ইনস্টিটীউট
নদী সম্পর্কিত তথ্য
বিখ্যাত নদ-নদী খাল ও সমুদ্র বন্দর
ভূগোল ও পরিবেশ
ভূগোলের ধারণা
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র:
-
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র: হালদা নদী।
-
উৎপত্তি: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ; কর্ণফুলীর উপনদী।
-
অবস্থান: চট্টগ্রাম জেলা; মৎস্য গবেষণা ইনস্টিটিউট ঘোষিত মৎস্য অভয়াশ্রম।
-
হালদা নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণা।
-
বৈশিষ্ট্য: বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র; সরাসরি রুই মাছের নিষিক্ত ডিম সংগ্রহ হয়।

0
Updated: 1 week ago
পদ্মা ও মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে?
Created: 3 weeks ago
A
কুষ্টিয়া
B
চাঁদপুর
C
রাজবাড়ী
D
নারায়ণগঞ্জ
পদ্মা নদী:
-
বাংলাদেশের অন্যতম প্রধান নদী পদ্মা।
-
এই নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
-
এরপর প্রথমে দক্ষিণ-পশ্চিমে এবং পরে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে ভারতের হরিদ্বারের নিকট গঙ্গা নামে সমভূমিতে প্রবেশ করেছে।
-
গঙ্গা নদীর মূল প্রবাহ রাজশাহী জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা বরাবর এসে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
-
এরপর রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়েছে।
-
এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিশেছে।
-
অতঃপর তিন নদীর মিলিত স্রোত মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
-
পদ্মার শাখানদীর মধ্যে কুমার, ভৈরব, গড়াই, মাথাভাঙ্গা, ইছামতি ও আড়িয়াল খাঁ উল্লেখযোগ্য।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago
'চিত্রা' নদী কোন জেলায় অবস্থিত?
Created: 10 hours ago
A
বরিশাল
B
নড়াইল
C
কিশোরগঞ্জ
D
বগুড়া
বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত কিছু গুরুত্বপূর্ণ নদীর নাম ও অবস্থান এখানে তুলে ধরা হলো, যা জাতীয় তথ্য বাতায়নের তথ্যের উপর ভিত্তি করে উল্লেখ করা হয়েছে।
-
চিত্রা নদী নড়াইল জেলায় অবস্থিত
-
আড়িয়াল খাঁ নদী মাদারীপুর জেলায়
-
চেঙি নদী খাগড়াছড়ি জেলায়
-
ভৈরব নদী ঝিনাইদহ জেলায়
-
কীর্তনখোলা নদী বরিশাল জেলায়
-
বুড়িগঙ্গা নদী ঢাকায়
-
গোমতী নদী কুমিল্লা জেলায়

0
Updated: 10 hours ago