কোনটি সম্মুখ স্বরধ্বনি?
A
[অ]
B
[উ]
C
[এ]
D
[আ]
উত্তরের বিবরণ
সম্মুখ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ সামনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [ই], [এ], [অ্যা]।
মধ্য স্বরধ্বনি হলো [আ], যা উচ্চারণে জিভ মধ্যবর্তী অবস্থানে থাকে।
পশ্চাৎ স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি, যার উচ্চারণের সময় জিভ পিছনের দিকে উঁচু বা নিচু অবস্থায় থাকে। উদাহরণ: [অ], [ও], [উ]।

0
Updated: 14 hours ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 14 hours ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 14 hours ago
'খগ' শব্দের অর্থ কী?
Created: 6 days ago
A
আকাশ
B
পাখি
C
উট
D
পর্বত

0
Updated: 6 days ago
'উপসর্গ' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 14 hours ago
A
অর্থতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
রূপতত্ত্ব
রূপতত্ত্ব ভাষার এমন একটি শাখা যেখানে শব্দের ক্ষুদ্রতম অর্থবোধক অংশ ও তার গঠনপ্রক্রিয়া বিশ্লেষণ করা হয়। শব্দ রূপ দ্বারা গঠিত, তাই শব্দতত্ত্বকেও রূপতত্ত্ব বলা হয়ে থাকে।
-
রূপ হলো এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলন।
-
রূপের সমন্বয়ে শব্দ তৈরি হয়।
-
রূপতত্ত্বে মূলত শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
-
এ আলোচনায় অন্তর্ভুক্ত হয়: শব্দ, দ্বিরুক্ত শব্দ, বচন, সমাস, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ, পদ-প্রকরণ, অনুজ্ঞা, ক্রিয়ার কাল, পুরুষ, লিঙ্গ, বচন, ধাতু ইত্যাদি।
-
রূপতত্ত্বে বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।

0
Updated: 14 hours ago