What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।

0
Updated: 19 hours ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 19 hours ago
Who is the central unifying figure in “The Waste Land”?
Created: 20 hours ago
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।

0
Updated: 20 hours ago
"April is the cruellest month" - This is from -
Created: 1 day ago
A
Ode to a Nightingale
B
I Wandered Lonely as a Cloud
C
She Walks in Beauty
D
The Waste Land
"April is the cruellest month" এই উক্তিটি T.S. Eliot-এর 'The Waste Land' কবিতা থেকে নেওয়া।
The Waste Land:
-
রচয়িতা: T.S. Eliot
-
এটি একটি দীর্ঘ কবিতা, যার লাইন সংখ্যা ৪৩৩।
-
কবিতাটি উৎসর্গ করা হয়েছে প্রথিতযশা আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা।
-
কবিতার আলোচ্য বিষয় হলো প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি।
-
এই কবিতার মাধ্যমে Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
-
একটি বিখ্যাত উক্তি:
-
"April is the cruellest month, breeding
Lilacs out of the dead land, mixing"
-
T.S. Eliot:
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি একজন American-English poet, playwright, literary critic এবং editor।
-
আধুনিক কবিতার Modernist movement-এর অন্যতম নেতা, যার প্রকাশ স্পষ্টভাবে দেখা যায় The Waste Land এবং Four Quartets-এ।
-
১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রখ্যাত রচনাসমূহ:
Poetry:
-
The Waste Land (1922)
-
Four Quartets (1943)
-
The Love Song of J. Alfred Prufrock
Play:
-
Murder in the Cathedral (1935)
-
The Cocktail Party
উক্তি চিহ্নিত করার জন্য বিকল্পসমূহ:
-
ক) Ode to a Nightingale — John Keats
-
খ) I Wandered Lonely as a Cloud — William Wordsworth
-
গ) She Walks in Beauty — Lord Byron
Source:

0
Updated: 1 day ago