What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
উত্তরের বিবরণ
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।
0
Updated: 1 month ago
What does the imagery of “half-deserted streets” convey in the poem "The Love Song of J. Alfred Prufrock”?
Created: 3 weeks ago
A
A peaceful and quiet city
B
A sense of loneliness and isolation
C
A thriving social environment
D
A literal description of the city
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “half-deserted streets” নগরের একাকীত্ব, বিষণ্ণতা এবং প্রুফ্রকের মানসিক নিঃসঙ্গতা প্রকাশ করে।
Eliot এই চিত্রকল্পের মাধ্যমে পাঠককে প্রুফ্রকের অন্তর্মুখী অবস্থার সঙ্গে পরিচয় করান, যেখানে সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন এবং অনিরাপদ মনে করে। এটি আধুনিক জীবনের নিঃসঙ্গতা এবং ব্যক্তিগত আত্ম-সন্দেহের প্রতীক।
1
Updated: 3 weeks ago
What does Prufrock fear about others’ gaze in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Being reduced to a phrase
B
Being honoured with praise
C
Being forgotten in silence
D
Being lifted to glory
Prufrock–এর ভয় হলো সমাজের চোখ তাকে এক বাক্যে সীমাবদ্ধ করে ফেলবে। Eliot লিখেছেন, “When I am formulated, sprawling on a pin, When I am pinned and wriggling on the wall, Then how should I
begin?” এখানে বোঝানো হয়েছে, আধুনিক মানুষ অন্যের চোখে কেবল একটি লেবেলে আটকে যায়।
মানুষের আসল সত্তা ধরা পড়ে না; বরং সমাজ তাকে ছোট করে এক লাইনে বেঁধে ফেলে। Prufrock মনে করে, এটাই তার সবচেয়ে বড় অপমান।
0
Updated: 1 month ago
What kind of life does Prufrock compare to when he says “measured out with coffee spoons” in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
A monotonous and trivial life
B
A heroic and adventurous life
C
A spiritual and mystical life
D
A tragic and violent life
Coffee spoons দিয়ে জীবন মাপা মানে হলো একঘেয়ে, ক্ষুদ্র এবং তুচ্ছ জীবন। Prufrock বোঝাতে চেয়েছেন, তার জীবনে কোনো বৃহৎ কাজ নেই; বরং প্রতিদিনের ছোট ছোট রুটিনে তার সময় কেটে গেছে। Eliot এই চিত্রকল্পে আধুনিক মানুষের অস্তিত্বের ব্যর্থতা আর একঘেয়েমি প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago