What creature’s singing does Prufrock imagine near the sea in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Mermaids
B
Sirens
C
Fairies
D
Angels
উত্তরের বিবরণ
Prufrock কল্পনা করে mermaid–রা গান করছে। কিন্তু সে ভাবে, তারা তার জন্য গান গাইবে না। Mermaid এখানে সৌন্দর্য ও স্বপ্নের প্রতীক, যা Prufrock–এর কাছে অপ্রাপ্য। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু তার নাগাল পায় না। Prufrock জানে, সৌন্দর্যের এই জগৎ তার জন্য নয়।
0
Updated: 1 month ago
What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।
1
Updated: 1 month ago
What figure is addressed with “Son of man” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The reader
B
Christ
C
Tiresias
D
Fisher King
“Son of man” লাইনটি পাঠককেই সম্বোধন করে। এটি বাইবেলের ধাঁচে বলা হলেও Eliot সরাসরি পাঠককে Waste Land–এর নিস্তেজতায় টেনে আনে। পাঠককেও মরুভূমির অভিজ্ঞতার মধ্যে অংশ নিতে বাধ্য করা হয়।
0
Updated: 1 month ago
What is the final effect of Eliot’s fragmented style in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Reflection of modern disintegration
B
Harmony of epic tradition
C
Celebration of rural beauty
D
Flow of romantic music
Fragmented style "The Waste Land" কবিতার আসল শক্তি। Eliot বিভিন্ন ভাষা, উদ্ধৃতি, মিথ, চরিত্র একসাথে এনেছেন। এগুলো অসংলগ্ন মনে হলেও আধুনিক সভ্যতার ভাঙন প্রতিফলিত করে। ভাঙা বাস্তবকে ভাঙা স্টাইলেই প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago