What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
উত্তরের বিবরণ
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
Which myth is evoked in the “Hyacinth Girl” passage in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Adonis myth
B
Apollo and Hyacinthus
C
Narcissus myth
D
Demeter and Persephone
"The Waste Land" কবিতায় Hyacinth–এর মিথে বলা হয় Apollo তার প্রেমিক Hyacinthus–কে হারায় এবং তার রক্ত থেকে Hyacinth ফুল জন্মায়। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন মৃত্যু ও পুনর্জন্মের মিশ্র অনুভূতি বোঝাতে। Hyacinth girl অংশে আনন্দ নেই, বরং শূন্যতা ও বিচ্ছিন্নতা আছে।
0
Updated: 1 month ago
Which character sings “O the moon shone bright on Mrs. Porter” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Australian soldiers
B
German students
C
Italian fishermen
D
English sailors
“The Fire Sermon” অংশে সৈনিকদের একটি গান উদ্ধৃত হয়েছে — “O the moon shone bright on Mrs. Porter.” Eliot এটি ব্যবহার করেছেন প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকদের জীবনের ক্লান্তি, যৌনতা এবং কষ্ট বোঝাতে। গানটি হালকা মনে হলেও, আসলে সমাজের নৈতিক শূন্যতাকে প্রকাশ করে।
0
Updated: 1 month ago
In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
Created: 3 weeks ago
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।
0
Updated: 3 weeks ago