What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
উত্তরের বিবরণ
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।

0
Updated: 19 hours ago
What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।

0
Updated: 19 hours ago
"April is the cruelest month" is phrased by-
Created: 1 week ago
A
George Eliot
B
Sir Walter Scott
C
T. S. Eliot
D
John Masefield
"April is the cruelest month" is phrased by T. S. Eliot.
• The Waste Land
-
এটি T. S. Eliot এর লেখা একটি দীর্ঘ কবিতা।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
এটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা হিসেবে একে গণ্য করা হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধোত্তর সমাজ, মানুষের ভাঙাচোরা মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
-
এই কবিতা প্রকাশের পর Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
• T. S. Eliot (1888-1965)
-
তিনি একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে তিনি খ্যাত।
-
“The Waste Land” (1922) এবং “Four Quartets” (1943) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
তিনি ইংরেজি কবিতার ভাষা, ছন্দ ও রচনাশৈলীতে মৌলিক পরিবর্তন আনেন।
-
তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচনা করা হয়।
-
1948 সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Notable Works
Poems
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
Sources:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What profession is linked to Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Banker of Frankfurt
B
Merchant of Smyrna
C
Sailor of Marseilles
D
Priest of Rome
Mr. Eugenides একজন বণিক, যিনি Smyrna থেকে এসেছে। সে আধুনিক ভোগবাদী মানসিকতার প্রতীক। Eliot দেখিয়েছেন, ব্যবসা আর প্রলোভনের এই চরিত্র সমাজে আধ্যাত্মিকতার অভাব প্রকাশ করে। বাণিজ্য আর শরীরী আকাঙ্ক্ষাই তার জীবনের কেন্দ্র।

0
Updated: 20 hours ago