What mythological hero does Prufrock deny being in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Prince Hamlet
B
Achilles
C
Hercules
D
Odysseus
উত্তরের বিবরণ
Prufrock স্বীকার করে নেয় যে সে Hamlet নয়। Hamlet ছিলেন নাটকের কেন্দ্রীয় নায়ক, যিনি দেরি করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। কিন্তু Prufrock নিজেকে এমন নায়কোচিত চরিত্র মনে করে না। সে ভাবে, সে কেবল এক গৌণ ব্যক্তি, যাকে কেউ মনে রাখবে না। Eliot এভাবে তার আত্মবিশ্বাসহীনতা তুলে ধরেছেন।

0
Updated: 19 hours ago
What role does Prufrock imagine for himself instead of being Hamlet in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
An attendant lord
B
A wandering poet
C
A humble priest
D
A forgotten soldier
সে ভাবে, সে কেবল এক “attendant lord।” মানে হলো এমন একজন, যে নাটকে মূল চরিত্র নয়, কেবল পার্শ্বচরিত্র। তার কাজ হলো সাহায্য করা বা পাশে দাঁড়ানো। Eliot এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন, Prufrock নিজেকে তুচ্ছ এবং গুরুত্বহীন মনে করে। তার জীবনে কোনো বীরত্ব নেই।

0
Updated: 19 hours ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 19 hours ago
What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।

0
Updated: 20 hours ago