What phrase reveals Prufrock’s hesitation to propose love in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“It is impossible to say just what I mean!”
B
“It is time to walk into the silent sea!”
C
“It is always better to speak of dreams!”
D
“It is clear that I will never fall!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে, তার মনের কথা স্পষ্ট করে বলা অসম্ভব। ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। সে ভয় পায়, ভুলভাবে বোঝা পড়বে, অথবা তার কথা সমাজ গ্রহণ করবে না।
Eliot এখানে মানুষের আত্ম-সন্দেহ এবং ব্যর্থতার ভয় দেখিয়েছেন, যা আধুনিক জীবনে সাধারণ। Prufrock তার ভালোবাসার স্বপ্ন প্রকাশ করতে না পেরে চুপ করে থাকে।
1
Updated: 1 month ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।
0
Updated: 1 month ago
What type of structure binds the five parts of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Collage of voices and myths
B
Epic unity of one hero
C
Romantic narrative of love
D
Comic satire of society
"The Waste Land" কবিতার কাঠামো হলো একধরনের কোলাজ। বিভিন্ন চরিত্র, মিথ, কণ্ঠ একসাথে মিশে গেছে। কোনো একক নায়ক নেই, বরং ভাঙা অংশগুলো মিলেই কবিতা তৈরি হয়েছে। Eliot এই কৌশল ব্যবহার করেছেন আধুনিকতার বিভক্ত বাস্তব বোঝাতে।
0
Updated: 1 month ago
What phrase suggests Prufrock’s drowning in reality at the poem’s end in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Till human voices wake us, and we drown”
B
“Till the morning bells ring, and we rise”
C
“Till the stars fall, and we dream”
D
“Till the silence speaks, and we rest”
শেষে Prufrock স্বপ্ন থেকে বাস্তবে ফিরে আসে। মানবকণ্ঠ তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot দেখিয়েছেন, মানুষ স্বপ্ন দেখতে চায়, কিন্তু সমাজের কণ্ঠস্বর তাকে আটকে দেয়। বাস্তব জীবনের শূন্যতা আর হতাশা Prufrock–এর জন্য ডুবে যাওয়ার মতো ভয়াবহ হয়ে ওঠে।
1
Updated: 1 month ago