What famous painter’s name symbolizes cultural chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Michelangelo
B
Leonardo da Vinci
C
Raphael
D
Rembrandt
উত্তরের বিবরণ
নারীরা বারবার Michelangelo নিয়ে কথা বলে। এটি আসলে উচ্চবিত্ত সমাজের ফ্যাশনেবল আলোচনা। Michelangelo রেনেসাঁ যুগের এক মহান শিল্পী, কিন্তু এখানে তার নাম হয়ে দাঁড়িয়েছে নিছক আড্ডার বিষয়। Eliot দেখিয়েছেন, সমাজের এ ধরনের আলাপ কতটা উপরের দিকের, আর Prufrock সেই জগত থেকে কতটা বিচ্ছিন্ন।

0
Updated: 19 hours ago
Who is the central unifying figure in “The Waste Land”?
Created: 20 hours ago
A
Tiresias
B
Hamlet
C
Oedipus
D
Orpheus
Eliot নিজেই লিখেছিলেন যে Tiresias পুরো কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে অন্ধ ভবিষ্যদ্বক্তা, যিনি পুরুষ ও নারী উভয়ের অভিজ্ঞতা লাভ করেছেন। ফলে সে সব ঘটনার একক সাক্ষী। Eliot তার মাধ্যমে আধুনিক জীবনের হতাশা, যৌনতা আর শূন্যতাকে একত্রে দেখিয়েছেন। Tiresias–এর উপস্থিতি কবিতাকে এক সুতায় বাঁধে।

0
Updated: 20 hours ago
What phrase reveals Prufrock’s hesitation to propose love in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“It is impossible to say just what I mean!”
B
“It is time to walk into the silent sea!”
C
“It is always better to speak of dreams!”
D
“It is clear that I will never fall!”
Prufrock মনে করে, তার মনের কথা স্পষ্ট করে বলা অসম্ভব। ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। সে ভয় পায়, ভুলভাবে বোঝা পড়বে, অথবা তার কথা সমাজ গ্রহণ করবে না।
Eliot এখানে মানুষের আত্ম-সন্দেহ এবং ব্যর্থতার ভয় দেখিয়েছেন, যা আধুনিক জীবনে সাধারণ। Prufrock তার ভালোবাসার স্বপ্ন প্রকাশ করতে না পেরে চুপ করে থাকে।

0
Updated: 19 hours ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 19 hours ago