What phrase reveals Prufrock’s hesitation to propose love in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“It is impossible to say just what I mean!”
B
“It is time to walk into the silent sea!”
C
“It is always better to speak of dreams!”
D
“It is clear that I will never fall!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে, তার মনের কথা স্পষ্ট করে বলা অসম্ভব। ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। সে ভয় পায়, ভুলভাবে বোঝা পড়বে, অথবা তার কথা সমাজ গ্রহণ করবে না।
Eliot এখানে মানুষের আত্ম-সন্দেহ এবং ব্যর্থতার ভয় দেখিয়েছেন, যা আধুনিক জীবনে সাধারণ। Prufrock তার ভালোবাসার স্বপ্ন প্রকাশ করতে না পেরে চুপ করে থাকে।

0
Updated: 19 hours ago
What metaphor expresses Prufrock’s paralysis before taking action in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“There will be time to murder and create”
B
“There will be dreams to follow and hold”
C
“There will be fires to burn and glow”
D
“There will be lights to guide and shine”
Prufrock মনে করে, সবকিছুর জন্য প্রচুর সময় আছে — এমনকি হত্যা আর সৃষ্টি করারও। কিন্তু এই আশ্বাসই তাকে স্থবির করে দেয়। Eliot এখানে procrastination বা কালক্ষেপণের ভয়ঙ্কর দিক দেখিয়েছেন। Prufrock কাজ না করে শুধু সময়ের ওপর ভরসা করে, আর এভাবেই তার জীবন অপচয় হয়।

0
Updated: 19 hours ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 19 hours ago
What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।

0
Updated: 20 hours ago