What kind of life does Prufrock compare to when he says “measured out with coffee spoons” in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
A monotonous and trivial life
B
A heroic and adventurous life
C
A spiritual and mystical life
D
A tragic and violent life
উত্তরের বিবরণ
Coffee spoons দিয়ে জীবন মাপা মানে হলো একঘেয়ে, ক্ষুদ্র এবং তুচ্ছ জীবন। Prufrock বোঝাতে চেয়েছেন, তার জীবনে কোনো বৃহৎ কাজ নেই; বরং প্রতিদিনের ছোট ছোট রুটিনে তার সময় কেটে গেছে। Eliot এই চিত্রকল্পে আধুনিক মানুষের অস্তিত্বের ব্যর্থতা আর একঘেয়েমি প্রকাশ করেছেন।
1
Updated: 1 month ago
Which mythical blind prophet unifies the poem "The Waste Land"’s episodes?
Created: 1 month ago
A
Tiresias
B
Teiresias
C
Oedipus
D
Calchas
Tiresias–কেই Eliot Waste Land–এর কেন্দ্রে রেখেছেন। সে অন্ধ হলেও সব দেখতে পায়। পুরুষ ও নারীর অভিজ্ঞতার মধ্য দিয়ে সে আধুনিক জীবনের পতন বোঝে। তার চরিত্র বিভিন্ন দৃশ্যকে একসূত্রে বাঁধে।
0
Updated: 1 month ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad
0
Updated: 2 months ago
“What literary device is used in the first line of T.S. Eliot’s poem The Waste Land, ‘April is the cruellest month’?”
Created: 3 weeks ago
A
Simile
B
Personification
C
Irony
D
Metaphor
এই লাইনটিতে এপ্রিলকে “cruellest” হিসেবে ব্যক্তিত্ব দেওয়া হয়েছে, যা একটি রূপক (Personification)। এটি প্রকৃতির একটি ঋতুর মাধ্যমে মানবিক দুঃখ এবং পুনর্জাগরণের অসহায়তা প্রকাশ করে। Eliot জানিয়েছেন, এমন ঋতু যা সাধারণত আনন্দের হয়, সেটি মানুষের জন্য কষ্টদায়ক এবং ভ্রান্তিমূলক হতে পারে।
1
Updated: 3 weeks ago