What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।
0
Updated: 1 month ago
Which queen appears in relation to Cleopatra-like imagery in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Dido
B
Elizabeth
C
Victoria
D
Helen
Eliot Dido–র উল্লেখ করেছেন, যিনি Aeneas–এর দ্বারা প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিলেন। Cleopatra–র মতো বিলাসিতা আর ট্র্যাজেডির প্রতীক হিসেবে Dido আধুনিক জীবনের ভাঙা সম্পর্ক আর হতাশাকে বোঝায় "The Waste Land" কবিতার মাধ্যমে।
0
Updated: 1 month ago
What marine image conveys Prufrock’s sense of alienation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“A pair of ragged claws scuttling across the floors of silent seas”
B
“A school of dolphins rising in silver waves”
C
“A golden fish swimming in clear water”
D
“A pearl hidden deep in the ocean”
Prufrock মনে করে, সে মানুষের মতো জীবন্ত নয়, বরং সমুদ্রের তলায় একা ঘুরে বেড়ানো একটি কাঁকড়ার মতো। কাঁকড়া সাধারণত পিছিয়ে যায়, সামনে এগোয় না। Eliot এই প্রতীক ব্যবহার করে Prufrock–এর পশ্চাৎপদতা, দ্বিধা এবং বিচ্ছিন্নতা বোঝাতে চেয়েছেন। এটি তার সামাজিক ব্যর্থতা এবং আত্ম–সন্দেহের প্রতিফলন।
0
Updated: 1 month ago