What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 14 hours ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 19 hours ago
What role does water play in “The Waste Land”?
Created: 20 hours ago
A
Both life and death
B
Only destruction
C
Only fertility
D
Only cleansing
পানি কবিতায় দ্বৈত প্রতীক। একদিকে এটি উর্বরতা ও জীবনের প্রতীক, অন্যদিকে এটি মৃত্যু আনে, যেমন Phlebas–এর ডুবে যাওয়া। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ পানির মতো শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারে না। পানি আছে, কিন্তু জীবন নেই।

0
Updated: 20 hours ago
What does Prufrock compare the evening sky to in the opening lines of the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
A patient etherised upon a table
B
A painting hanging in a gallery
C
A lion resting in the jungle
D
A candle flickering in the dark
Prufrock কবিতার প্রথম লাইনে সন্ধ্যার আকাশকে তুলনা করেছেন “a patient etherised upon a table” এর সাথে। এই উপমাটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে Eliot চেয়েছেন আধুনিক জীবনের স্থবিরতা, অসহায়তা এবং নিষ্ক্রিয়তার চিত্র তুলে ধরতে।
একজন রোগী যখন অপারেশনের জন্য টেবিলে শুয়ে থাকে, তখন সে কোনো নড়াচড়া করতে পারে না, সম্পূর্ণ অচেতন অবস্থায় থাকে। ঠিক একইভাবে, Prufrock–এর চোখে আধুনিক সমাজও নিস্তেজ এবং প্রাণহীন হয়ে পড়েছে। অন্য অপশনগুলো যেমন “painting in a gallery” বা “lion in the jungle” বা “candle in the dark” — এগুলো কবিতায় নেই, আর এগুলো Eliot–এর উদ্দিষ্ট অচেতন এবং হতাশাজনক মুড তৈরি করতে পারত না।
Eliot ইচ্ছে করেই এমন এক অস্বস্তিকর এবং শকিং চিত্র ব্যবহার করেছেন যাতে পাঠক হঠাৎ থেমে যায় এবং বুঝতে পারে কবিতার বর্ণনা সাধারণ রোমান্টিক নয়।
তাই সঠিক উত্তর হচ্ছে অপশন (a) — এটি আধুনিকতার এক রকম প্রতীক, যা স্থবির, অচেতন, এবং অস্তিত্ব সংকটের সাথে জড়িত।

0
Updated: 20 hours ago