What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
উত্তরের বিবরণ
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।
0
Updated: 1 month ago
Which sound of birds appears in “What the Thunder Said” of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The cocks crow
B
The eagle’s scream
C
The sparrow’s chirp
D
The raven’s call
"The Waste Land" -এ “What the Thunder Said” অংশে মোরগের ডাক এসেছে। মোরগ সাধারণত সকাল বা নতুন দিনের প্রতীক। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধ্যাত্মিক জাগরণের সম্ভাবনা বোঝাতে। যদিও Waste Land হতাশাজনক, তবুও মোরগের ডাক আশা আনে।
0
Updated: 1 month ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 2 months ago
What sea image closes the poem before Prufrock wakes to reality in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Drowning in human voices
B
Sailing across bright waves
C
Floating above golden waters
D
Fishing by the quiet shore
কবিতার শেষে Prufrock কল্পনা করে যে সে mermaid–দের গান শুনছে, কিন্তু হঠাৎই মানবকণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, “Till human voices wake us, and we drown.” এই সমুদ্র ও ডুবে যাওয়ার চিত্রকল্পটি অত্যন্ত প্রতীকী। এখানে সমুদ্র হলো স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে Prufrock নিজেকে নিরাপদ মনে করে।
কিন্তু বাস্তব সমাজের কণ্ঠস্বর তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot এভাবে আধুনিক মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘর্ষ তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago