What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
উত্তরের বিবরণ
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।
0
Updated: 1 month ago
What sound device is used in “lake water lapping”?
Created: 1 month ago
A
Alliteration
B
Assonance
C
Onomatopoeia
D
Rhyme
“The Lake Isle of Innisfree” কবিতায় “lake water lapping”-এ Alliteration ব্যবহৃত হয়েছে, কারণ এখানে একাধিক শব্দে একই ধ্বনির পুনরাবৃত্তি আছে। “l” ধ্বনির পুনরাবৃত্তি পানির ঢেউয়ের মৃদু শব্দকে শ্রুতিমধুর করেছে।
এটি প্রকৃতির ধ্বনি বাস্তব অনুভূতির মতো শোনায়। Yeats ইচ্ছাকৃতভাবে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন যাতে প্রকৃতির ছন্দ ও প্রশান্তি পাঠকের কানে প্রতিধ্বনিত হয়।
0
Updated: 1 month ago
What sound is associated with dryness in The Waste Land?
Created: 1 month ago
A
The rattle of dry bones
B
The whisper of dead leaves
C
The silence of broken stones
D
The cry of thirsty birds
"The Waste Land" কবিতায় শুকনো হাড়ের ঝনঝন শব্দ Eliot–এর Waste Land–এ শূন্যতা ও মৃত্যুর প্রতীক। এই শব্দ জীবনহীনতার প্রতিচ্ছবি। মানুষ যেন আত্মাহীন হয়ে হাড়ের মতো দাঁড়িয়ে আছে। Eliot এর মাধ্যমে আধ্যাত্মিক শূন্যতা প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What language is used in Marie’s recollections in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
German
B
Italian
C
French
D
Latin
Marie যখন তার অতীত স্মৃতি বলে, তখন কিছু লাইন জার্মান ভাষায় এসেছে — যেমন “Bin gar keine Russin, stamm’ aus Litauen, echt deutsch.” Eliot ইচ্ছে করে ভাষার মিশ্রণ ব্যবহার করেছেন, যাতে ইউরোপের বহুমুখিতা এবং বিভক্তি ধরা পড়ে। জার্মান ভাষার এই ব্যবহার কবিতাকে বহুসাংস্কৃতিক ও আধুনিকতার প্রতিফলন করে তুলেছে।
1
Updated: 1 month ago