What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
উত্তরের বিবরণ
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।

0
Updated: 19 hours ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 19 hours ago
Which poet is known for “The Waste Land”?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 19 hours ago