What activity does Prufrock imagine as a measure of wasted life in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Measuring out with coffee spoons
B
Counting endless falling leaves
C
Weighing silver and gold coins
D
Reading ancient dusty books
উত্তরের বিবরণ
“Measuring out life with coffee spoons” হলো Eliot–এর অন্যতম বিখ্যাত চিত্রকল্প। এখানে বোঝানো হয়েছে, Prufrock–এর জীবন ক্ষুদ্র, একঘেয়ে এবং পুনরাবৃত্তিমূলক। প্রতিদিনের ছোট ছোট রুটিন, যেমন চা খাওয়া, তাই তার জীবন পরিমাপের একক হয়ে দাঁড়িয়েছে।
বড় কোনো কাজ বা গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার বদলে, জীবনের হিসাব কফির চামচে আটকে গেছে। Eliot দেখাতে চেয়েছেন, আধুনিক মানুষের জীবন কীভাবে ক্ষুদ্রতায় পরিণত হয়েছে।

0
Updated: 19 hours ago
Which mythical creatures appear near the poem’s end, symbolizing unattainable desire in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
Mermaids
B
Angels
C
Sirens
D
Nymphs
শেষের দিকে Prufrock কল্পনা করে বলে, “I have heard the mermaids singing, each to each. I do not think that they will sing to me.” এখানে mermaid–এর চিত্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রাচীন কাহিনিতে mermaid বা সমুদ্রপরী সৌন্দর্য, প্রলোভন এবং অধরা আকাঙ্ক্ষার প্রতীক। Prufrock মনে করে, এই সৌন্দর্য ও আনন্দের জগৎ তার নাগালের বাইরে। সে জানে, mermaid–রা কখনও তার জন্য গান গাইবে না, কারণ সে নিজের জীবনে সাহসী বা আকর্ষণীয় কোনো ভূমিকা পালন করতে পারেনি।
এই লাইন তার আত্ম-অবিশ্বাসকে আরও গভীরভাবে প্রকাশ করে। Eliot এই প্রতীক ব্যবহার করে দেখিয়েছেন, Prufrock জীবনের সুন্দরতম জিনিসগুলোও তার কাছে দূরের এবং অপ্রাপ্য।

0
Updated: 20 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot

0
Updated: 1 month ago
What literary period does The Waste Land belong to?
Created: 1 month ago
A
Modernism
B
Romanticism
C
Victorianism
D
Renaissance

0
Updated: 1 month ago