What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
উত্তরের বিবরণ
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago
Which figure of speech is evident in the line “I have measured out my life with coffee spoons”?
Created: 3 weeks ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Alliteration
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “I have measured out my life with coffee spoons” একটি রূপক (Metaphor)। এখানে প্রুফ্রকের জীবনের ক্ষুদ্র এবং একঘেয়ে কাজগুলোকে কফির চামচ দিয়ে পরিমাপের সঙ্গে তুলনা করা হয়েছে।
এটি প্রুফ্রকের জীবনের ছোটখাটো, অর্থহীন এবং নীরসতার প্রতিফলন, যা তার সামাজিক এবং ব্যক্তিগত অভাব ও হতাশাকে প্রকাশ করে।
0
Updated: 3 weeks ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What literary source provides the epigraph of the poem in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Dante’s Inferno
B
Milton’s Paradise Lost
C
Homer’s Odyssey
D
Virgil’s Aeneid
কবিতার শুরুতে epigraph নেওয়া হয়েছে Dante–র Inferno থেকে। সেখানে Guido da Montefeltro নরকে তার গোপন কথা বলে, কারণ সে জানে কেউ তা বাইরে জানাতে পারবে না। Eliot এটি ব্যবহার করে Prufrock–এর স্বীকারোক্তির প্রকৃতি দেখিয়েছেন — গোপন, একাকী, আর সমাজ থেকে বিচ্ছিন্ন।
0
Updated: 1 month ago