What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
উত্তরের বিবরণ
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 19 hours ago
Who wrote
The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago
The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
Created: 1 month ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said

0
Updated: 1 month ago
What biblical valley is evoked in “The Waste Land”?
Created: 21 hours ago
A
The Valley of the Shadow of Death
B
The Valley of Dry Bones
C
The Valley of Cedars
D
The Valley of Jordan
Eliot Ezekiel–এর ভবিষ্যদ্বাণী থেকে “Valley of Dry Bones” এর উল্লেখ করেছেন। এখানে শুকনো হাড়ে ভরা উপত্যকা পুনর্জীবনের জন্য অপেক্ষা করছে। Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক সভ্যতার মৃত অবস্থার প্রতিফলন হিসেবে। মানুষ আধ্যাত্মিকভাবে মৃত, যেমন হাড় শুকিয়ে পড়ে আছে, এবং জীবনের কোনো প্রাণশক্তি নেই।

0
Updated: 21 hours ago