What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
উত্তরের বিবরণ
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।
0
Updated: 1 month ago
What kind of sermon influences the title “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddhist
B
Christian
C
Jewish
D
Islamic
Buddha–র “Adittapariyaya Sutta” বা Fire Sermon–এ বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক যৌনতা, ভোগবাদ আর হতাশা বোঝাতে। বৌদ্ধ দৃষ্টিভঙ্গি এখানে আধ্যাত্মিক বিকল্পের ইঙ্গিত দেয়।
1
Updated: 1 month ago
What philosophical idea is reflected in the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Romantic ideal of returning to nature
B
Materialism
C
Industrial progress
D
Modern scientific thought
“The Lake Isle of Innisfree” কবিতায় প্রতিফলিত হয়েছে Romantic যুগের প্রকৃতিতে ফেরার আদর্শ। রোমান্টিক কবিরা মনে করতেন প্রকৃতির মাঝে মানুষ শান্তি, সত্য ও আধ্যাত্মিকতা খুঁজে পায়। Yeats এই ধারণা গ্রহণ করে নিজের কবিতায় প্রকাশ করেছেন।
Innisfree তার কাছে শান্তি ও ধ্যানমগ্ন জীবনের প্রতীক। শহরের যান্ত্রিক জীবনের বিপরীতে প্রকৃতি তাকে আত্মিক তৃপ্তি দেয়। এই রোমান্টিক আদর্শ Wordsworth, Coleridge প্রমুখ কবিরাও প্রকাশ করেছিলেন। Yeats সেই ধারাকে নতুনভাবে আয়ারল্যান্ডের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন।
0
Updated: 1 month ago
What mythical figure is associated with the drowned Phoenician Sailor card in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Phlebas
B
Tiresias
C
Neptune
D
Tristan
Phlebas the Phoenician কবিতায় এক গুরুত্বপূর্ণ চরিত্র। সে ডুবে মারা যায়, আর তার মৃত্যু সময়ের চক্র আর মৃত্যুর অনিবার্যতা প্রকাশ করে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, সম্পদ ও ব্যবসার প্রতীক Phoenician Sailor–ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায় না। তার মৃত্যু সমাজের আধ্যাত্মিক সংকটের প্রতিফলন।
0
Updated: 1 month ago