What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
উত্তরের বিবরণ
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What is the second command of the thunder in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Dayadhvam
B
Damyata
C
Shantih
D
Karma
Thunder–এর দ্বিতীয় শিক্ষা হলো Dayadhvam — অর্থাৎ “Sympathize।” Eliot এখানে বলছেন, আধুনিক মানুষ কেবল নিজের কথা ভাবে। অন্যের কষ্টে সহানুভূতি নেই। আধ্যাত্মিক পুনর্জন্ম সম্ভব কেবল তখনই, যখন মানুষ পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করবে।
0
Updated: 1 month ago
The poem ‘The Love Song of J. Alfred Prufrock’ is written by-
Created: 2 months ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
T.S. Eliot রচিত বিখ্যাত কবিতাসমূহ হলো: 1. The Hollow Man 2. The Love Song of Alfred Prufrock 3. Ash Wednesday 4. Four Quartets 5. Portrait of a lady 6. Journey to the Magi 7. Gerontion 8. Dante's Inferno 9. The Wasteland: a long poem consists of the following five parts- • The Burial of the Dead • A game of Chess • The Fire Sermon • Death by Water • What the Thunder Said
1
Updated: 2 months ago
What is the third command of the thunder in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Damyata
B
Dayadhvam
C
Moksha
D
Dharma
"The Waste Land" কবিতায় তৃতীয় শিক্ষা হলো Damyata — অর্থাৎ আত্মসংযম। Eliot আধুনিক মানুষের ভোগবাদ ও আসক্তির বিপরীতে নিয়ন্ত্রণের শিক্ষা দেন। এটি উপনিষদের আধ্যাত্মিক জ্ঞানের অংশ, যা মানুষের অন্তরের শান্তি আনে।
0
Updated: 1 month ago