What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
উত্তরের বিবরণ
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।
0
Updated: 1 month ago
What is the final effect of Eliot’s fragmented style in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Reflection of modern disintegration
B
Harmony of epic tradition
C
Celebration of rural beauty
D
Flow of romantic music
Fragmented style "The Waste Land" কবিতার আসল শক্তি। Eliot বিভিন্ন ভাষা, উদ্ধৃতি, মিথ, চরিত্র একসাথে এনেছেন। এগুলো অসংলগ্ন মনে হলেও আধুনিক সভ্যতার ভাঙন প্রতিফলিত করে। ভাঙা বাস্তবকে ভাঙা স্টাইলেই প্রকাশ করেছেন।
0
Updated: 1 month ago
What is the meter of the poem “The Lake Isle of Innisfree”?
Created: 1 month ago
A
Iambic pentameter
B
Iambic tetrameter
C
Trochaic tetrameter
D
Free rhythm
“The Lake Isle of Innisfree” কবিতাটি মূলত Iambic tetrameter-এ লেখা, অর্থাৎ প্রতিটি লাইনে চারটি মাত্রার (foot) iambic ধ্বনি আছে। Iambic ধ্বনি হলো এক অপ্রধান শব্দাংশের পরে এক প্রধান শব্দাংশ (da-DUM)। এই ছন্দ কবিতাকে মসৃণ ও সংগীতধর্মী করেছে।
প্রকৃতির শান্তি, পানির ঢেউয়ের মৃদু শব্দ, মৌমাছির গুঞ্জন—সবকিছু এই ছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। Yeats ইচ্ছাকৃতভাবে এমন ছন্দ ব্যবহার করেছেন যাতে পাঠক শহরের কোলাহল ভুলে গিয়ে ধ্যানমগ্ন এক জগতে প্রবেশ করে।
0
Updated: 1 month ago
Which poet is known for “The Waste Land”?
Created: 2 months ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson
0
Updated: 2 months ago