What animal is evoked in the description of the yellow fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
A cat
B
A dog
C
A fox
D
A hare
উত্তরের বিবরণ
হলুদ কুয়াশাকে Eliot তুলনা করেছেন একটি বিড়ালের সাথে। কুয়াশা জানালায় ঘষা দেয়, কোণের পাশে হামাগুড়ি দেয়, লাফ দিয়ে উঠানে ঢুকে পড়ে — সবকিছুই যেন বিড়ালের চলাফেরার মতো।
এই বর্ণনায় কুয়াশা প্রাণীজগতের বৈশিষ্ট্য পায়, যা কবিতাকে আরও জীবন্ত করে তোলে। তবে এই বিড়াল-সদৃশ কুয়াশা এক ধরনের অস্বস্তি এবং রহস্যময়তা তৈরি করে, যা Prufrock–এর অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন।

0
Updated: 19 hours ago
What kind of poem is The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Dramatic monologue
B
Epic
C
Ode
D
Ballad

0
Updated: 1 month ago
What symbol of waste is linked with the Thames in “The Fire Sermon” in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Empty bottles and sandwich papers
B
Rusted swords and shields
C
Dead fish and broken nets
D
Burning wood and ashes
Thames–এর তীরে Eliot আবর্জনার উল্লেখ করেছেন — ফাঁকা বোতল, স্যান্ডউইচের কাগজ ইত্যাদি। এগুলো আধুনিক জীবনের ভোগবাদী অভ্যাসের প্রতীক। যেখানে নদী একসময় পবিত্র ছিল, এখন সেখানে কেবল বর্জ্য জমে আছে। Eliot এখানে নৈতিক অবক্ষয় ও পরিবেশ দূষণকে একসাথে প্রতীকীভাবে তুলে ধরেছেন।

0
Updated: 20 hours ago
What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 19 hours ago