What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
উত্তরের বিবরণ
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 19 hours ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।

0
Updated: 19 hours ago
What common London location is described in “The Fire Sermon” of the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
The Thames River
B
Hyde Park
C
St. Paul’s Cathedral
D
Trafalgar Square
“The Fire Sermon”–এ Thames নদীর বর্ণনা এসেছে। Eliot লিখেছেন, নদী একসময় পবিত্র ও সুন্দর ছিল, কিন্তু এখন তা দূষণ ও নোংরায় ভরে গেছে। এটি আধুনিক সমাজের দূষিত নৈতিকতার প্রতীক। Thames–এর পাশে যৌন সম্পর্কের শূন্যতা ও হতাশা ফুটে ওঠে।

0
Updated: 20 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
T. S. Eliot
B
William Butler Yeats
C
Robert Browning
D
Alfred Tennyson

0
Updated: 1 month ago