What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।
1
Updated: 1 month ago
What image represents the lifelessness of modern love in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The typist smoothing her hair afterwards
B
The woman lighting a lamp with joy
C
The man singing passionately to her
D
The couple walking under the moon
যৌন সম্পর্ক শেষ হওয়ার পর typist কেবল চুল ঠিক করে নেয়, যেন কিছুই হয়নি। এখানে কোনো আবেগ বা আবেগীয় যোগাযোগ নেই। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন আধুনিক ভালোবাসা নিস্তেজ, যান্ত্রিক আর প্রাণহীন হয়ে গেছে। এই সাধারণ কাজটি আসলে সম্পর্কের শূন্যতাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
1
Updated: 1 month ago
What city is described as “Unreal City” with a brown fog in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
London
B
Rome
C
Berlin
D
Vienna
Eliot “Unreal City”–তে লন্ডনের কুয়াশা ও ধোঁয়ার কথা বলেছেন। Brown fog শহরের দূষণ ও ক্লান্তি প্রকাশ করে। শহরটা বাস্তব হলেও যেন কল্পনার মতো ফাঁপা। Eliot আধুনিক নগরজীবনের যান্ত্রিকতা তুলে ধরেছেন "The Waste Land" কবিতায়।
0
Updated: 1 month ago