What does Prufrock imagine people will say about his limbs in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“But how his arms and legs are thin!”
B
“But how his eyes are wide and clear!”
C
“But how his steps are strong and bold!”
D
“But how his chest is broad and firm!”
উত্তরের বিবরণ
Prufrock মনে করে লোকেরা তার পাতলা হাত–পা নিয়ে কথা বলবে। এই চিন্তা আসলে তার শারীরিক অযোগ্যতা আর আত্মবিশ্বাসহীনতার প্রতীক।
সে ভাবে, সমাজ তার শরীরের দুর্বলতাকেই চিহ্নিত করবে এবং তাকে ছোট করে দেখবে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক মানুষ কিভাবে নিজের শরীর আর বাহ্যিক রূপ নিয়ে অতিরিক্ত ভীত হয়ে পড়ে।

0
Updated: 19 hours ago
Which natural element is revived by April in the poem "The Waste Land"?
Created: 21 hours ago
A
Lilacs
B
Roses
C
Daffodils
D
Violets
প্রথম অংশে বলা হয়েছে — এপ্রিল মৃত জমি থেকে “lilacs” বের করে আনে। Lilac ফুল এখানে পুনর্জন্মের প্রতীক হলেও Eliot এটিকে বেদনাদায়ক করে তুলেছেন। শীতে মানুষ মৃতপ্রায় হয়ে যায়, কিন্তু বসন্তে ফুল ফুটে জীবনের স্মৃতি জাগায়।
Eliot এই প্রতীক দিয়ে দেখিয়েছেন, জীবন যতই পুনর্জন্ম পাক, তাতে আনন্দ নেই, বরং পুরোনো ক্ষত ফিরে আসে। Lilac তাই আশা নয়, বরং যন্ত্রণার প্রতীক হয়ে ওঠে।

0
Updated: 21 hours ago
Who is the clairvoyant woman in “The Waste Land”?
Created: 21 hours ago
A
Madame Sosostris
B
Lady Philomel
C
Queen Dido
D
Marie of Bavaria
Madame Sosostris হলো কবিতার একটি চরিত্র, যাকে “the wisest woman in Europe” বলা হয়েছে। সে ট্যারোট কার্ড পড়ে ভবিষ্যৎ বলে। Eliot এখানে কুসংস্কার, ছলনা আর ভণ্ডামির প্রতীক দেখিয়েছেন।
Sosostris আধুনিক সমাজের আধ্যাত্মিক শূন্যতার প্রতিফলন। মানুষ যখন প্রকৃত বিশ্বাস হারায়, তখন ভুয়া ভবিষ্যদ্বক্তার কাছে যায়। Eliot ব্যঙ্গ করে এই চরিত্র ব্যবহার করেছেন, যাতে আধুনিকতার মিথ্যা আধ্যাত্মিকতা স্পষ্ট হয়।

0
Updated: 21 hours ago
What season is indirectly suggested through fog and smoke imagery in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Autumn
B
Winter
C
Spring
D
Summer
কবিতায় হলুদ কুয়াশা ও ধোঁয়ার উল্লেখ আছে। Eliot এই চিত্রকল্পে শরৎ–ঋতুর পরিবেশ বোঝাতে চেয়েছেন। শরতে শহরের আকাশে কুয়াশা আর ধোঁয়া জমে থাকে, যা একধরনের ক্লান্তি আর অস্পষ্টতা তৈরি করে। Prufrock–এর মনের অবস্থাও ঠিক তেমন — ঝাপসা, অস্থির এবং অন্ধকারাচ্ছন্ন। Eliot ঋতুর এই চিত্র ব্যবহার করে Prufrock–এর মানসিক আবহাওয়া ফুটিয়ে তুলেছেন, যা হতাশা ও অনিশ্চয়তায় ভরা।

0
Updated: 19 hours ago