What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
উত্তরের বিবরণ
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What eastern river is invoked near the end of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Yangtze
B
The Ganges
C
The Indus
D
The Mekong
The Waste Land এর শেষ অংশে গঙ্গার উল্লেখ এসেছে। Eliot উপনিষদ থেকে ধারণা নিয়ে গঙ্গাকে আধ্যাত্মিক শক্তির প্রতীক করেছেন। পশ্চিমা সমাজ যেখানে ধ্বংসে ভরা, পূর্বে এখনো ধর্মীয় শক্তি ও আধ্যাত্মিকতার আশা আছে। গঙ্গা তাই পবিত্রতার প্রতীক।
0
Updated: 1 month ago
What phrase symbolises Prufrock’s trivial social gestures in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“The taking of a toast and tea”
B
“The singing of the morning bird”
C
“The lighting of a candle bright”
D
“The playing of a gentle tune”
Eliot বারবার চা এবং কেকের উল্লেখ করেছেন। “The taking of a toast and tea” আসলে আধুনিক নগরজীবনের ক্ষুদ্রতা এবং সামাজিক আচার–আচরণের প্রতীক। Prufrock মনে করে তার জীবন অর্থহীন ভদ্রতা আর সামাজিক অনুষ্ঠানের মধ্যেই আটকে গেছে।
মানুষ বড় কোনো আবেগ বা সৃষ্টিশীলতা প্রকাশ করছে না, বরং একঘেয়ে নিয়মে চলেছে। Eliot এই সাধারণ চিত্র ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক জীবনের নিষ্ক্রিয়তা ও একঘেয়েমি কিভাবে মানুষকে বন্দি করে রাখে।
0
Updated: 1 month ago
What phrase expresses Prufrock’s sense of wasted years in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“I have crossed the shining rivers of time”
B
“I have danced beneath the endless stars”
C
“I have known the evenings, mornings, afternoons”
D
“I have walked the deserts of despair”
Prufrock বলে, সে ইতিমধ্যেই সন্ধ্যা, সকাল, দুপুর — সবকিছুকে চিনেছে। এই লাইন তার জীবনের একঘেয়েমি ও অর্থহীনতা বোঝায়। দিনগুলো আসে, চলে যায়, কিন্তু কোনো পরিবর্তন বা সার্থকতা আসে না। Eliot এই সাধারণ সময়ের তালিকা ব্যবহার করে আধুনিক জীবনের শূন্যতা ফুটিয়ে তুলেছেন।
0
Updated: 1 month ago