What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
উত্তরের বিবরণ
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।

0
Updated: 19 hours ago
Which poem is known for its fragmentation and allusions?
Created: 1 month ago
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale

0
Updated: 1 month ago
"April is the cruelest month" is phrased by-
Created: 1 week ago
A
George Eliot
B
Sir Walter Scott
C
T. S. Eliot
D
John Masefield
"April is the cruelest month" is phrased by T. S. Eliot.
• The Waste Land
-
এটি T. S. Eliot এর লেখা একটি দীর্ঘ কবিতা।
-
কবিতার মোট লাইন সংখ্যা ৪৩৩।
-
এটি উৎসর্গ করা হয়েছিল আধুনিক কবি Ezra Pound-কে।
-
২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা হিসেবে একে গণ্য করা হয়।
-
প্রথম বিশ্বযুদ্ধোত্তর সমাজ, মানুষের ভাঙাচোরা মানসিকতা এবং পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
-
এই কবিতা প্রকাশের পর Eliot আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন।
• T. S. Eliot (1888-1965)
-
তিনি একজন আমেরিকান-ইংরেজি কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
আধুনিকতাবাদী কবিতার অগ্রদূত হিসেবে তিনি খ্যাত।
-
“The Waste Land” (1922) এবং “Four Quartets” (1943) তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ।
-
তিনি ইংরেজি কবিতার ভাষা, ছন্দ ও রচনাশৈলীতে মৌলিক পরিবর্তন আনেন।
-
তাঁর সমালোচনামূলক রচনাগুলো সাহিত্যতত্ত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচনা করা হয়।
-
1948 সালে তিনি সাহিত্যে Nobel Prize লাভ করেন।
• Notable Works
Poems
-
The Waste Land (1922)
-
Four Quartets
-
The Hollow Men
-
The Love Song of J. Alfred Prufrock
-
Ash Wednesday
Plays
-
The Confidential Clerk
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Elder Statesman
-
The Trail of a Judge
Sources:
-
Britannica
-
An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

0
Updated: 1 week ago
What phrase from St. Augustine is quoted in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
“To Carthage then I came”
B
“City of God eternal”
C
“My heart is restless”
D
“The flame shall consume”
Eliot St. Augustine–এর Confessions থেকে “To Carthage then I came” লাইন এনেছেন। এটি কামনা আর ভোগের আগুনে জ্বলা জীবনের প্রতীক। Augustine পরবর্তীতে আধ্যাত্মিক মুক্তি পান, কিন্তু তার স্বীকারোক্তি Eliot–এর Waste Land–এ ভোগবাদী জীবনের ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়।

0
Updated: 20 hours ago