What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
উত্তরের বিবরণ
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।
0
Updated: 1 month ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।
0
Updated: 1 month ago
Which mythological fertility figure underlies the structure of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The Fisher King
B
Hercules
C
Perseus
D
Achilles
Fisher King মিথ কবিতার মূল কাঠামো। তার আঘাতের কারণে দেশ উর্বরতা হারিয়েছে। Eliot এই কাহিনি ব্যবহার করে দেখিয়েছেন, আধুনিক ইউরোপও আধ্যাত্মিকভাবে মৃত। Fisher King সুস্থ হলে দেশ বাঁচবে, যেমন মানুষ আধ্যাত্মিক পুনর্জন্ম পেলে সভ্যতা টিকবে।
0
Updated: 1 month ago
What sound concludes the poem "The Waste Land" with spiritual hope?
Created: 1 month ago
A
“Shantih shantih shantih”
B
“Amen amen amen”
C
“Peace peace peace”
D
“Silence silence silence”
শেষ লাইনে তিনবার “Shantih” বলা হয়েছে। এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ শান্তি। Eliot এটি ব্যবহার করেছেন আধ্যাত্মিক আশার প্রতীক হিসেবে। যদিও Waste Land ধ্বংসে ভরা, শেষে শান্তির এই প্রার্থনা কবিতাকে পরিত্রাণের সম্ভাবনা দেয়। Eliot আধুনিক পশ্চিমের শূন্যতার বিপরীতে প্রাচ্যের আধ্যাত্মিক জ্ঞানের দিক দেখিয়েছেন।
0
Updated: 1 month ago