What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
উত্তরের বিবরণ
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।
0
Updated: 1 month ago
What historical bridge is mentioned in the “Unreal City” passage of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
London Bridge
B
Waterloo Bridge
C
Westminster Bridge
D
Tower Bridge
Eliot লিখেছেন, “London Bridge is falling down falling down falling down.” এটি একটি পুরোনো ইংরেজি নার্সারি রাইম থেকেও নেওয়া। এখানে সেতুটি আধুনিক সভ্যতার ভাঙন ও পতনের প্রতীক। London Bridge একসময় বাণিজ্য ও জীবনের কেন্দ্র ছিল, কিন্তু Eliot–এর চোখে তা এখন ভাঙছে, যেমন ভাঙছে মানুষের আধ্যাত্মিক শক্তি।
0
Updated: 1 month ago
Who wrote The Waste Land?
Created: 3 weeks ago
A
Ezra Pound
B
W.B. Yeats
C
T.S. Eliot
D
James Joyce
The Waste Land ১৯২২ সালে T.S. Eliot লিখেছেন। এটি আধুনিক কবিতার একটি গুরুত্বপূর্ণ কাজ, যা প্রথম বিশ্বযুদ্ধের পরের নীরসতা, অসহায়তা এবং সভ্যতার পুনর্গঠনের অভাবকে তুলে ধরে। Eliot এর কবিতার মাধ্যমে আধুনিক বিশ্বের মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক বিভ্রান্তি প্রতিফলিত হয়েছে।
0
Updated: 3 weeks ago
What phrase reveals Prufrock’s fear of misunderstanding in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“It is impossible to say just what I mean!”
B
“It is dangerous to speak of the night!”
C
“It is better to keep the silence within!”
D
“It is hopeless to chase after the dream!”
Prufrock মনে করে, সে যা বলতে চায় তা কেউই বুঝবে না। তার কথার সঠিক মানে প্রকাশ করা অসম্ভব। এই ভয়ই তাকে চুপ করে রাখে। Eliot আধুনিক মানুষের আত্ম-সন্দেহ আর যোগাযোগ ব্যর্থতা এখানে তুলে ধরেছেন। Prufrock ভয় পায়, তার সত্যিকারের অনুভূতি অন্যেরা বুঝবে না, বরং ভুল ব্যাখ্যা করবে।
0
Updated: 1 month ago