What tone dominates Prufrock’s reflections on social interaction in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Irony and frustration
B
Joy and optimism
C
Rage and rebellion
D
Wonder and excitement
উত্তরের বিবরণ
Prufrock মানুষের সাথে মেশার কথা বলতে গিয়ে এক ধরনের ব্যঙ্গ আর হতাশা প্রকাশ করে। সে জানে, সামাজিক অনুষ্ঠানে মানুষ শুধু উপরের দিকের কথাবার্তাই বলে। এ ধরনের আলাপচারিতা তাকে একঘেয়ে এবং ফাঁপা মনে হয়।
Eliot এই ব্যঙ্গাত্মক সুর ব্যবহার করে আধুনিক সমাজের শূন্যতা তুলে ধরেছেন। Prufrock–এর চোখে সামাজিক যোগাযোগ আসলে ব্যর্থতা আর কৃত্রিমতায় ভরা, যা তাকে আরও বিচ্ছিন্ন করে তোলে।

0
Updated: 19 hours ago
What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 19 hours ago
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।

0
Updated: 19 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot

0
Updated: 1 month ago
What ancient Roman poet heavily influenced Eliot’s allusions in the poem "The Waste Land"?
Created: 20 hours ago
A
Ovid
B
Virgil
C
Horace
D
Catullus
Eliot Metamorphoses–এর গল্প বারবার ব্যবহার করেছেন। Philomela–র ধর্ষণ ও রূপান্তর কাহিনি এসেছে Ovid থেকে। Eliot Ovid–এর মিথ ব্যবহার করে আধুনিক যৌনতার ভাঙন ও মানবীয় কষ্ট প্রকাশ করেছেন।

0
Updated: 20 hours ago