What kind of evening atmosphere does Eliot describe with fog in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
Restless and suffocating
B
Bright and cheerful
C
Cold and festive
D
Calm and clear
উত্তরের বিবরণ
হলুদ কুয়াশা শহরের ওপর এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিবেশটা অস্থির এবং দমবন্ধ হয়ে আসে। Eliot এর বর্ণনায় দেখা যায় কুয়াশা জানালায় ঘষে, ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। এই দৃশ্য শহরের দমবন্ধ পরিবেশকে প্রকাশ করে, যেখানে মানুষও মানসিকভাবে চাপে আছে।
Prufrock নিজেকে এমন এক ক্লান্ত পরিবেশের মধ্যে খুঁজে পায়, যা তার ভেতরের হতাশা আর উদ্বেগকে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What insect-like image conveys Prufrock’s humiliation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Pinned and wriggling on the wall”
B
“Flying away into the night”
C
“Caught in the spider’s web”
D
“Buried beneath the leaves”
Prufrock নিজেকে এমন এক পতঙ্গের সাথে তুলনা করেছেন, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়েছে। এই চিত্র তার অসহায়তা ও লজ্জা প্রকাশ করে। অন্যদের চোখের সামনে সে কুঁকড়ে যায়, পালাতে পারে না।
Eliot এখানে দেখিয়েছেন, সমাজের সমালোচনার সামনে আধুনিক মানুষ কেমনভাবে পরাধীন ও ভীত হয়ে পড়ে। পতঙ্গের মতো অসহায় অবস্থায় Prufrock নিজেকে দেখে, যা তার আত্মবিশ্বাসহীনতা ও আত্ম-সন্দেহকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago
What sound imagery dominates “A Game of Chess” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
The buzzing of voices
B
The silence of the desert
C
The chanting of monks
D
The roaring of waves
"The Waste Land" - এ “A Game of Chess”–এ নারীর কণ্ঠের কোলাহল, ঝগড়া আর কথাবার্তা বারবার এসেছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সম্পর্কের ভাঙা যোগাযোগ বোঝাতে। অনেক শব্দ থাকলেও আসল বোঝাপড়া নেই। ফলে শব্দগুলো শূন্য প্রতিধ্বনির মতো মনে হয়।
0
Updated: 1 month ago
What is the third command of the thunder in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Damyata
B
Dayadhvam
C
Moksha
D
Dharma
"The Waste Land" কবিতায় তৃতীয় শিক্ষা হলো Damyata — অর্থাৎ আত্মসংযম। Eliot আধুনিক মানুষের ভোগবাদ ও আসক্তির বিপরীতে নিয়ন্ত্রণের শিক্ষা দেন। এটি উপনিষদের আধ্যাত্মিক জ্ঞানের অংশ, যা মানুষের অন্তরের শান্তি আনে।
0
Updated: 1 month ago