What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
উত্তরের বিবরণ
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 19 hours ago
Which poem is known for its fragmentation and allusions?
Created: 1 month ago
A
The Waste Land
B
My Last Duchess
C
The Rime of the Ancient Mariner
D
Ode to a Nightingale

0
Updated: 1 month ago
What repeated phrase highlights the women’s social chatter in the poem "The Love Song of J. Alfred Prufrock" in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 20 hours ago
A
“Talking of Michelangelo”
B
“Discussing the paintings”
C
“Whispering of Shakespeare”
D
“Speaking of the cosmos”
এই লাইনটি কবিতায় এক ধরনের refrain হিসেবে এসেছে। Eliot ইচ্ছাকৃতভাবে এটি বারবার ব্যবহার করেছেন, যাতে উচ্চবিত্ত সমাজের আলাপচারিতা কতটা পুনরাবৃত্তিমূলক এবং উপরিভাগে সীমাবদ্ধ তা প্রকাশ পায়।
Michelangelo–এর নাম রেনেসাঁ শিল্পকলার প্রতীক, কিন্তু এখানে তা কেবল ফ্যাশনেবল আড্ডার বিষয় হয়ে দাঁড়িয়েছে। Prufrock এই ধরনের কথোপকথনে নিজেকে বিচ্ছিন্ন মনে করে, কারণ সে নিজের দুর্বলতা এবং সামাজিক অযোগ্যতার মধ্যে ডুবে থাকে। নারীদের এই আলাপ আসলে সমাজের এক রকম শূন্যতা ও ভণ্ডামি বোঝায়।
এভাবে Eliot আধুনিক নগরজীবনের অর্থহীন কথাবার্তার ছবি আঁকেন, যা Prufrock–এর একাকিত্বকে আরও তীব্র করে তোলে।

0
Updated: 20 hours ago
Who wrote The Love Song of J. Alfred Prufrock?
Created: 1 month ago
A
Alfred Tennyson
B
William Butler Yeats
C
Robert Browning
D
T. S. Eliot

0
Updated: 1 month ago