What disturbing image does Eliot use to describe the evening spread out against the sky in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
A
An etherised patient
B
A shattered mirror
C
A bleeding soldier
D
A fallen angel
উত্তরের বিবরণ
সন্ধ্যার আকাশকে Eliot তুলনা করেছেন “a patient etherised upon a table”–এর সাথে। এটি একেবারেই অপ্রচলিত উপমা। সাধারণত কবিরা আকাশকে সুন্দর বা রোমান্টিকভাবে বর্ণনা করেন, কিন্তু Eliot ইচ্ছাকৃতভাবে ভয়ানক এবং অস্বস্তিকর চিত্র ব্যবহার করেছেন।
Etherised patient মানে হলো এমন একজন ব্যক্তি যাকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, ফলে সে অচেতন ও নড়াচড়া করতে অক্ষম। এই চিত্রের মাধ্যমে Eliot আধুনিক সভ্যতার অসাড়তা, হতাশা ও প্রাণহীন অবস্থা বোঝাতে চেয়েছেন।
আকাশের মতো মহৎ কিছুকেও তিনি নিস্তেজ রোগীর মতো দেখিয়েছেন, যা এক গভীর অস্তিত্ব সংকটের প্রতীক।
0
Updated: 1 month ago
What is Prufrock’s main emotional conflict in the poem The Love Song of J. Alfred Prufrock?
Created: 3 weeks ago
A
Choosing between two romantic partners
B
Desire for wealth over love
C
Fear of ageing and social judgment
D
Ambition for professional success
The Love Song of J. Alfred Prufrock কবিতায়, প্রুফ্রকের প্রধান মানসিক দ্বন্দ্ব হলো তার বার্ধক্য এবং সামাজিক বিচার নিয়ে উদ্বেগ। সে নিজের জীবন, আবেগ এবং সামাজিক অবস্থান নিয়ে গভীর অনিশ্চয়তা অনুভব করে।
প্রুফ্রক বার্ধক্য, প্রেমের সুযোগ হারানো এবং সমাজের সমালোচনার ভয় নিয়ে ভীত, যা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আত্ম-প্রকাশকে সীমাবদ্ধ করে। কবি Eliot আধুনিক মানুষের আতঙ্ক এবং অন্তর্দ্বন্দ্বের এক চিত্র তুলে ধরেছেন।
0
Updated: 3 weeks ago
Which king is connected with the fertility myth of the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Oedipus
B
Fisher King
C
Arthur
D
Lear
"The Waste Land" কবিতায় মুলত Fisher King আহত হয়ে আছে, ফলে তার দেশ শুকিয়ে গেছে। Eliot এই মিথ ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের প্রতীক হিসেবে। আধ্যাত্মিক আঘাতের কারণে সমাজও উর্বরতা হারিয়েছে। Fisher King–এর সুস্থতা মানে হবে পুনর্জন্ম।
0
Updated: 1 month ago
What phrase reflects Prufrock’s trivial worries about his body in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“How his hair is growing thin!”
B
“How his lips are turning blue!”
C
“How his hands are shaking fast!”
D
“How his skin is turning pale!”
Prufrock ভয় পায় যে মানুষ তার টাক পড়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে মন্তব্য করবে। এই ভয় আসলে তার আত্মবিশ্বাসহীনতার প্রতীক। বয়স বাড়া এবং বাহ্যিক পরিবর্তন তাকে আতঙ্কিত করে। Eliot এখানে মানুষের বাহ্যিক সৌন্দর্যের প্রতি সামাজিক চাপ ও উদ্বেগ দেখিয়েছেন। Prufrock–এর ক্ষেত্রে এই ক্ষুদ্র বিষয়ও তার ভেতরের দ্বিধাকে আরও বাড়িয়ে তোলে।
1
Updated: 1 month ago